৫ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৫ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, কোন রাজ্য “World Travel Mart” -এ “Respnsible Tourism Global Award” পেয়েছে?
[A] বিহার পর্যটন
[B] মধ্যপ্রদেশ পর্যটন
[C] রাজস্থান পর্যটন
[D] কেরালা পর্যটন

প্রশ্ন – ২

সম্প্রতি, কোন রাজ্যে “Wangala Festival” পালিত হয়েছে?
[A] মেঘালয়
[B] অরুণাচল প্রদেশ
[C] বিহার 
[D] মনিপুর

প্রশ্ন – ৩

সম্প্রতি, “প্রসার ভারতী” -এর নতুন CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] গৌরব দ্বিভেদী
[B] দীনেশ শর্মা
[C] সৌরভ সিং
[D] গোবিন্দ যাদব
প্রশ্ন - ৪ 
নিম্নলিখিত কার জন্মবার্ষিকী উপলক্ষে “জাতীয় শিশু দিবস” পালিত হয়?
[A] লাল বাহাদুর শাস্ত্রী
[B] সর্দার বল্লভভাই প্যাটেল
[C] বাল গঙ্গাধর তিলক
[D] জওহরলাল নেহেরু

প্রশ্ন – ৫

“Jharkhand Foundation Day” কবে পালিত হয়?
[A] ১০ নভেম্বর
[B] ১২ নভেম্বর
[C] ১৫ নভেম্বর
[D] ২০ নভেম্বর

প্রশ্ন – ৬

“Major Dhyan Chand Khel Ratna Award 2022” দিয়ে কাকে সম্মানিত করা হবে?
[A] মনিকা বাত্রা
[B] সৌম্যজিৎ ঘোষ
[C] নেহা আগারওয়াল
[D] শরৎ কামাল আচান্ত 

প্রশ্ন – ৭

“Satyajit Ray Lifetime Achievement Award 2022” দিয়ে কাকে সম্মানিত করা হবে?
[A] Carlos Saura
[B] Christopher Nolan
[C] David Fincher
[D] Quentin Tarantino

প্রশ্ন – ৮

প্রতিবছর কবে “জাতীয় শিশু দিবস” পালিত হয়?
[A] ১২ নভেম্বর
[B] ১৪ নভেম্বর
[C] ১০ নভেম্বর
[D] ১৫ নভেম্বর

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।