৫ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৫ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

“Puma India” নিম্নলিখিত কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে?
[A] আলিয়া ভাট
[B] কিয়ারা আদবানি
[C] শ্রদ্ধা কাপুর
[D] অনুষ্কা শর্মা

প্রশ্ন – ২

“International Boxing Day” কবে পালিত হয়?
[A] 15 ডিসেম্বর
[B] 20 ডিসেম্বর
[C] 21 ডিসেম্বর
[D] 26 ডিসেম্বর

প্রশ্ন – ৩

কোন দেশ “Football Club World Cup 2023” হোস্ট করবে?
[A] পর্তুগাল
[B] জাপান 
[C] জার্মানী
[D] মরক্কো

প্রশ্ন – ৪

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে “National Youth Convection” -এর উদ্বোধন করবেন?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] কর্ণাটক
[D] অন্ধ্রপ্রদেশ

প্রশ্ন – ৫

কেন্দ্রীয় যুব এবং ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর কোন শহরে “Sports Science Centre” -এর উদ্বোধন করেছেন?
[A] উদুপি
[B] পুনে
[C] অমরাবতী
[D] কলকাতা

প্রশ্ন – ৬

কোন রাজ্যে “Khelo India Youth Games 2022” অনুষ্ঠিত হবে?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] রাজস্থান
[D] আসাম

প্রশ্ন – ৭

সম্প্রতি, কাকে “BBC Sports Personality of the Year 2022” নির্বাচন করেছে?
[A] Sana Marine
[B] Pavel Mayer
[C] Ana Jecqueline
[D] Beth Mead

প্রশ্ন – ৮

সম্প্রতি, কাকে “একলব্য পুরস্কার” দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] ন্যান্সি যাদব
[B] স্বাতী সিং
[C] জ্যোতি সিং
[D] মানসী সিং

 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।