৫ই জানুয়ারী, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি  ৫ই জানুয়ারী, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

Wi-Fi এর পূর্ণরূপ কি?
[A] Wireless Fiber
[B] Wireless Fidelity
[C] Wired Fidelity
[D] Wired Fiber

প্রশ্ন – ২

নিচের কোনটি ওপেন সোর্স ওয়েব ব্রাউজার?
[A] Internet Explorer
[B] Safari
[C] Mozilla Firefox
[D] Microsoft Edge

প্রশ্ন – ৩

কোন বিজ্ঞানী আপেক্ষিক তত্ত্ব প্রস্তাব করেন?
[A] Isaac Newton
[B] Albert Einstein
[C] Galileo Galilei
[D] Stephen Hawking

প্রশ্ন – ৪

পদার্থের ক্ষুদ্রতম একক কী?
[A] Proton
[B] Atom
[C] Electron
[D] Neutron

প্রশ্ন – ৫

নিচের কোনটি একটি প্রোগ্রামিং ভাষা?
[A] Microsoft Excel
[B] Adobe Photoshop
[C] Python
[D] Microsoft Word

প্রশ্ন – ৬

টেলিফোন আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়?
[A] Alexander Graham Bell
[B] Thomas Edison
[C] Nikola Tesla
[D] Guglielmo Marconi

প্রশ্ন – ৭

মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি?
[A] Brain
[B] Liver
[C] Heart
[D] Skin

প্রশ্ন – ৮

উদ্ভিদ যে প্রক্রিয়ায় আলোকে শক্তিতে রূপান্তর করে তার নাম কী?
[A] Photosynthesis
[B] Respiration
[C] Fermentation
[D] Combustion

প্রশ্ন – ৯

যে প্রক্রিয়ায় জীব জৈব পদার্থ ভেঙ্গে শক্তি নির্গত করে তার নাম কি?
[A] Photosynthesis
[B] Respiration
[C] Fermentation
[D] Combustion

প্রশ্ন – ১০

রক্তে অক্সিজেন বহনকারী প্রোটিনের নাম কী?
[A] Hemoglobin
[B] Insulin
[C] Collagen
[D] Keratin

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।