৫ম অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৫ম অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

‘স্বদেশ দর্শন’ প্রকল্প কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগ?
[A] সংস্কৃতি মন্ত্রণালয়
[B] পর্যটন মন্ত্রণালয়
[C] পররাষ্ট্র মন্ত্রণালয়
[D] যোগাযোগ মন্ত্রণালয়

প্রশ্ন – ২

ভারতে সোলার ফার্ম স্থাপনকারী প্রথম ই-কমার্স কোম্পানি কোনটি?
[A] ওয়ালমার্ট
[B] আমাজন
[C] ফ্লিপকার্ট
[D] ebay

প্রশ্ন – ৩

প্রতিরক্ষা মন্ত্রক কোন কোম্পানির সাথে সারফেস-টু-সারফেস ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দ্বৈত ভূমিকার জন্য চুক্তি স্বাক্ষর করেছে?
[A] Dassault Aviation
[B] Dhruv Aerospace
[C] DRDO
[D] BAPL

প্রশ্ন – ৪

‘ন্যাশনাল কনফারেন্স অব এনভায়রনমেন্ট মিনিস্টারস’-এর আয়োজক কোন রাজ্য?
[A] মহারাষ্ট্র
[B] গোয়া
[C] গুজরাট
[D] কেরালা

প্রশ্ন – ৫

বিশ্বের বিজ্ঞানের সবচেয়ে সমৃদ্ধ পুরস্কার কোনটি?
[A] নোবেল পুরস্কার
[B] যুগান্তকারী পুরস্কার
[C] টুরিং পুরস্কার
[D] আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানের বিশ্ব পুরস্কার

প্রশ্ন – ৬

রুপি বাণিজ্যের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) অনুমোদন পাওয়া প্রথম ভারতীয় ব্যাঙ্ক কোনটি?
[A] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[B] HDFC ব্যাঙ্ক
[C] UCO ব্যাংক
[D] ফেডারেল ব্যাংক

প্রশ্ন – ৭

স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম (এসআরএস) রিপোর্ট 2020 অনুসারে, ভারতে 2020 সালে পাঁচ বছরের কম বয়সী মৃত্যুর হার কত?
[A] 25
[B] 32
[C] 37
[D] 40

প্রশ্ন – ৮

ভারত কোন রাজ্য থেকে উদ্ভিদ-ভিত্তিক মাংসজাত পণ্যের প্রথম চালান রপ্তানি করেছিল?
[A] বিহার
[B] গুজরাট
[C] অন্ধ্র প্রদেশ
[D] কর্ণাটক
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।