৬ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৬ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন রাজ্য সিভিল এয়ার নেভিগেশন সার্ভিসেস অর্গানাইজেশন (CANSO) এর আয়োজক?
[A] গোয়া
[B] অন্ধ্রপ্রদেশ
[C] কর্ণাটক
[D] মহারাষ্ট্র

প্রশ্ন – ২

2022 সালের এপ্রিলের পরে কোন মাসের GST সংগ্রহ দ্বিতীয় সর্বোচ্চ চিহ্নে পৌঁছেছে?
[A] জুলাই 2022
[B] আগস্ট 2022
[C] সেপ্টেম্বর 2022
[D] অক্টোবর 2022

প্রশ্ন – ৩

শিক্ষা মন্ত্রকের পারফরম্যান্স গ্রেডিং ইনডেক্স (PGI) অনুসারে, 2020-21 সালে কতটি রাজ্য লেভেল -2 গ্রেডিং পেয়েছে?
[A] কোনোটিই নয়
[B] দুই
[C] চার
[D] সাত
প্রশ্ন - ৪ 
কোন কেন্দ্রীয় মন্ত্রক পুষ্টি ভিত্তিক ভর্তুকি (NBS) প্রকল্পের সাথে যুক্ত?
[A] কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়
[B] রাসায়নিক ও সার মন্ত্রণালয়
[C] পল্লী উন্নয়ন মন্ত্রক
[D] নগর ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়

প্রশ্ন – ৫

কোন প্রতিষ্ঠান ভারতে প্রতি বছর ‘ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ’ পালন করে?
[A] রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[B] সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন
[C] বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিল কর্তৃপক্ষ
[D] সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া

প্রশ্ন – ৬

শিক্ষা মন্ত্রকের ‘UDISE প্লাস’ রিপোর্ট অনুসারে, 2021-22 সালে স্কুল শিক্ষার কোন স্তরে গ্রস এনরোলমেন্ট রেশিও উন্নত হয়েছে?
[A] প্রাথমিক
[B] উচ্চ প্রাথমিক
[C] উচ্চ মাধ্যমিক
[D] সমস্ত স্তর

প্রশ্ন – ৭

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন (IIMC) নর্থ ইস্টার্ন রিজিওনাল ক্যাম্পাস কোন শহরে উদ্বোধন করা হয়েছে?
[A] গুয়াহাটি
[B] আইজল
[C] কোহিমা
[D] দিসপুর

প্রশ্ন – ৮

কোন রাজ্য স্কুল এবং প্রাক বিশ্ববিদ্যালয় কলেজগুলিকে 10 মিনিটের ধ্যানের সেশন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে?
[A] গুজরাট
[B] কর্ণাটক
[C] তেলেঙ্গানা
[D] অন্ধ্রপ্রদেশ
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।