৬ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৬ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, Belgian Formula 1 Grand Prix 2022 – খেতাব কে জিতেছে?
[A] Sergio Perez
[B] Max Verstappen
[C] Lewis Hamilton
[D] Sebastian Vettel

প্রশ্ন – ২

সম্প্রতি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘CM Udyman Khiladi Unnayan Yojana’ লঞ্চ করেছে?
[A] Uttar Pradesh
[B] Uttarakhand
[C] Rajashthan
[D] Assam

প্রশ্ন – ৩

Women’s BWF World Championship 2022 – কে জিতেছে?
[A] Akane Yamaguchi
[B] Tai Tzu Ying
[C] An Se Young
[D] Chen Yu Fei

প্রশ্ন – ৪

T20 ক্রিকেট ইতিহাসে 3500 রান করা প্রথম খেলোয়াড় কে?
[A] বিরাট কোহলী
[B] রোহিত শর্মা 
[C] মার্টিন গুপ্তিল
[D] বাবার আজম

প্রশ্ন – ৫

ভারতে “National Nutrition Week” কোন মাসে পালিত হয়?
[A] অক্টোবর
[B] সেপ্টেম্বর
[C] আগস্ট
[D] জুন

প্রশ্ন – ৬

কোন ভারতীয় ব্যাটসম্যান T20 ক্রিকেট ইতিহাসে সর্বোচ গড় রান করেছে?
[A] হার্দিক পান্ডিয়া
[B] কে. এল রাহুল
[C] বিরাট কোহলি
[D] রোহিত শর্মা

প্রশ্ন – ৭

কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভারতের প্রথম সার্ভিকাল ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ করবে?
[A] Serum Institute of India
[B] Dr. Reddy’s Laboratories
[C] Glenmark Pharma Ltd
[D] Zydus Lifesciences

প্রশ্ন – ৮

কোন ভারতীয় রাজ্য কৃষকদের কল্যাণের জন্য ‘Rural Backyard Piggery Scheme’ লঞ্চ করেছে?
[A] মেঘালয়
[B] অরুণাচল প্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] আসাম
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।