৭ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৭ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

'বিশ্ব আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস' কবে পালিত হয়?
[A] ১৫ জুলাই
[B] ১৭ জুলাই
[C] ১৯ জুলাই
[D] ২১ জুলাই

প্রশ্ন – ২

কোন ভারতীয় ক্রীড়াবিদ ‘সিঙ্গাপুর ওপেন 2022’ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন?
[A] শ্রীকান্ত কিদাম্বি
[B] পি ভি সিন্ধু
[C] সাইনা নেহওয়াল
[D] লক্ষ্য সেন

প্রশ্ন – ৩

কোন প্রতিষ্ঠান ‘ভারত রঙ্গ মহোৎসব 2022’ আয়োজন করে?
[A] ন্যাশনাল স্কুল অফ ড্রামা
[B] ললিত কলা একাডেমি
[C] নীতি আয়োগ
[D] সাহিত্য একাডেমি

প্রশ্ন – ৪

সম্প্রতি ভারতীয় নৌবাহিনী থেকে বাতিল করা সাবমেরিনের নাম কী?
[A] আইএনএস সিন্ধুধ্বজ
[B] আইএনএস রাজপুত
[C] আইএনএস রঞ্জিত
[D] আইএনএস নিশাঙ্ক

প্রশ্ন – ৫

সম্প্রতি কে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন?
[A] উর্জিত প্যাটেল
[B] আশীষকুমার চৌহান
[C] কে ভি কমথ
[D] অরুন্ধতী ভট্টাচার্য

প্রশ্ন – ৬

কিছু পাবলিক সেক্টর ব্যাঙ্ক সম্প্রতি AA ইকোসিস্টেমের সাথে যুক্ত হয়েছে। AA এর সম্প্রসারণ কত?
[A] পরিমাণ সমষ্টিকারী
[B] অ্যাকাউন্ট এগ্রিগেটর
[C] অ্যাফিলিয়েট অ্যাগ্রিগেটর
[D] অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর

প্রশ্ন – ৭

2022 সালের রাষ্ট্রপতি নির্বাচন ভারতের কততম রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য পরিচালিত হয়েছে?
[A] ১২ তম
[B] ১৪ তম
[C] ১৫ তম
[D] ১৭ তম

প্রশ্ন – ৮

ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট (NaBFID) এর এমডি হিসেবে কাকে সুপারিশ করা হয়েছে?
[A] জি রাজকিরণ রাই
[B] কে ভি কমথ
[C] উর্জিত প্যাটেল
[D] ভি কে সিং
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।