৭ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৭ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন রাজ্য 'লাডলি লক্ষ্মী 2.0 আর্থিক সহায়তা প্রকল্প' চালু করেছে?
[A] গুজরাট
[B] মধ্যপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] ওড়িশা

প্রশ্ন – ২

‘আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স অ্যান্ড এক্সপো 2022’-এর আয়োজক কোন রাজ্য?
[A] তামিলনাড়ু
[B] কেরালা
[C] কর্ণাটক
[D] মহারাষ্ট্র

প্রশ্ন – ৩

কোন রাজ্য 'বিনিয়োগ ও কর্মসংস্থান প্রচার নীতি, 2022' চালু করেছে?
[A] কেরালা
[B] উত্তর প্রদেশ
[C] কর্ণাটক
[D] অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন - ৪ 
কোন ব্যাঙ্ক ‘ভারতের প্রথম ফ্লোটিং ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প’ পরিচালনা করেছে?
[A] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[B] ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক
[C] HDFC ব্যাঙ্ক
[D] AU Small Finance Bank

প্রশ্ন – ৫

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ও স্বীকৃতি জোরদার করার জন্য গঠিত প্যানেলের প্রধান কে?
[A] কে রাধাকৃষ্ণন
[B] কস্তুরী রঙ্গন
[C] অমিতাভ কান্ত
[D] ভি কে পল

প্রশ্ন – ৬

'কলিন্স ডিকশনারী 2022 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার' হিসেবে কোন শব্দটি নির্বাচিত হয়েছে?
[A] লক ডাউন
[B] পারমাক্রিসিস
[C] মহামারী
[D] নন-ফুঞ্জিবল টোকেন

প্রশ্ন – ৭

কোন দেশ 'Beidou' স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম চালু করেছে?
[A] জাপান
[B] চীন
[C] রাশিয়া
[D] ইসরাইল

প্রশ্ন – ৮

NASA রিপোর্ট অনুযায়ী বার্ষিক অ্যান্টার্কটিক ওজোন গর্তের আনুমানিক এলাকা কত?
[A] ২.৩২ মিলিয়ন বর্গ কিলোমিটার
[B] ২৩.২ মিলিয়ন বর্গ কিলোমিটার
[C] ২.৩২ বিলিয়ন বর্গ কিলোমিটার
[D] ২৩.২ বিলিয়ন বর্গ কিলোমিটার
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।