৮ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৮ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ভারতের বৃহত্তম বায়ু টারবাইন সম্প্রতি কোন রাজ্যে স্থাপন করা হয়েছে?
[A] মহারাষ্ট্র
[B] গুজরাট
[C] কর্ণাটক
[D] রাজস্থান

প্রশ্ন – ২

2022 WTW গ্লোবাল জেন্ডার ওয়েলথ ইক্যুইটি রিপোর্ট অনুসারে কোন দেশে সবচেয়ে খারাপ লিঙ্গ সম্পদের ব্যবধান রয়েছে?
[A] ভারত
[B] ইন্দোনেশিয়া
[C] শ্রীলঙ্কা
[D] নেপাল

প্রশ্ন – ৩

কোন গায়ককে ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মান- Chevalier de l'Ordre des Arts et des পুরস্কারে ভূষিত করা হয়েছে?
[A] সুধা রঘুনাথন
[B] অরুণা সাইরাম
[C] শুভা মুদ্গল
[D] প্রভা আত্রে
প্রশ্ন - ৪ 
ভারতের কোন রাজ্য 'ট্র্যাক এশিয়া কাপ 2022 সাইক্লিং টুর্নামেন্ট' আয়োজন করবে?
[A] কর্ণাটক
[B] উত্তরাখণ্ড
[C] কেরালা
[D] সিকিম

প্রশ্ন – ৫

কোন দেশের রাষ্ট্রপতি 17 তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধান অতিথি হবেন?
[A] অস্ট্রেলিয়া
[B] ইসরাইল
[C] গায়ানা
[D] ব্রাজিল

প্রশ্ন – ৬

2022 সালে কোন শহর ‘Agro Tech India -Agri and Food Technology Fair’-এর আয়োজক?
[A] মুম্বাই
[B] চণ্ডীগড়
[C] মাইসুরু
[D] গান্ধীনগর

প্রশ্ন – ৭

নিচের মধ্যে কে "দখিনেশ্বরের সাধু" নামে পরিচিত?
[A] রামকৃষ্ণ পরমহংস
[B] স্বামী বিবেকানন্দ
[C] স্বামী দয়ানন্দ সরস্বতী
[D] সাধু টিকারাম

প্রশ্ন – ৮

নিচের কোনটি ভারতের জন্য একটি ডোমিনিয়ন স্ট্যাটাস সংবিধান প্রণয়ন করেছে?
[A] জিন্নাহর চৌদ্দ দফা
[B] নেহেরু রিপোর্ট
[C] বাটলার রিপোর্ট
[D] সাইমন কমিশন
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।