৮ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৮ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন ভারতীয় সংস্থা গুজরাটে ভারতের প্রথম এবং বিশ্বের বৃহত্তম “কার্বন ফাইবার প্লান্ট” নির্মাণের ঘোষণা করেছে?
[A] Adani Group
[B] Reliance Industries
[C] Narayana Group
[D] TATA Group

প্রশ্ন – ২

World Coconut Day 2022 -এর থীম কী?
[A] Coconut For Family Wellness
[B] Coconut for Good Health, Wealth & Wellness
[C] Growing Coconut for a Better Future and Life
[D] Coconut Trees on the Way of Integration and Sustainable Development

প্রশ্ন – ৩

প্রতিবছর কবে “World Coconut Day” পালিত হয়?
[A] 2 সেপ্টেম্বর
[B] 3 সেপ্টেম্বর
[C] 4 সেপ্টেম্বর
[D] 5 সেপ্টেম্বর

প্রশ্ন – ৪

নিম্নলিখিত কে “49th Chief Justice of India” দায়িত্বভার গ্রহণ করলেন?
[A] Dhananjaya Y. Chandrachud
[B] Vineet Saran
[C] Uday Umesh Lalit
[D] Shripathi Ravindra Bhat

প্রশ্ন – ৫

সম্প্রতি, প্রকাশিত “The Hero of Tiger Hill: Autobiography of a Param Vir” পুস্তকটি কে লিখেছেন?
[A] অরবিন্দ সুব্রামানিয়াম
[B] রঘুরাম রাজন
[C] ড: মনমোহন সিং
[D] যোগেন্দ্র সিং যাদব

প্রশ্ন – ৬

“জম্মু ও কাশ্মীর পুলিশ” নিম্নলিখিত কোন মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে?
[A] JK Dcop
[B] JK Kcop
[C] JK Scop
[D] JK Ecop

প্রশ্ন – ৭

“National Skyscraper Day” কবে পালিত হয়?
[A] 2 সেপ্টেম্বর
[B] 3 সেপ্টেম্বর
[C] 4 সেপ্টেম্বর
[D] 5 সেপ্টেম্বর

প্রশ্ন – ৮

All India Football Federation -এর নতুন প্রেসিডেন্ট পদে কি নিযুক্ত হয়েছেন?
[A] Mehmood Khan
[B] Andrew Bonfield
[C] Laxman Narasimhan
[D] Kalyan Chaubey
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।