৯ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৯ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন প্রতিষ্ঠান ‘ডিজিটাল শক্তি ক্যাম্পেইন 4.0’ ক্যাম্পেইন চালু করেছে?
[A] নীতি আয়োগ
[B] জাতীয় মহিলা কমিশন
[C] মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়
[D] ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

প্রশ্ন – ২

ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট (NPS ট্রাস্ট) এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] সুরজ ভান
[B] সুভাষ চন্দ্র গর্গ
[C] উর্জিত প্যাটেল
[D] অরবিন্দ সুব্রামানিয়ান

প্রশ্ন – ৩

কোন রাজ্য তার টেক সামিটের রজত জয়ন্তী সংস্করণের আয়োজন করেছে?
[A] ওড়িশা
[B] কর্ণাটক
[C] মহারাষ্ট্র
[D] গুজরাট
প্রশ্ন - ৪ 
সম্প্রতি NITI আয়োগের চতুর্থ পূর্ণ-সময়ের সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] রঘুরাম রাজন
[B] উর্জিত প্যাটেল
[C] অরবিন্দ বীরমানি
[D] অরুন্ধতী ভট্টাচার্য

প্রশ্ন – ৫

কোভিড বিধিনিষেধের বর্ধিত সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক বিদেশী ভারতে এসেছিলেন, কোন দেশের?
[A] UK
[B] USA
[C] কানাডা
[D] অস্ট্রেলিয়া

প্রশ্ন – ৬

ভারত কোন দেশের সাথে ‘ইয়ং প্রফেশনাল স্কিম’ উন্মোচন করতে চলেছে?
[A] জাপান
[B] দক্ষিণ কোরিয়া
[C] UK
[D] USA

প্রশ্ন – ৭

‘বিবাহ আইনের সম্মান’ কোন দেশের সাথে যুক্ত?
[A] জার্মানি
[B] USA
[C] UK
[D] ফ্রান্স

প্রশ্ন – ৮

ডোনি পোলো বিমানবন্দর কোন রাজ্য/ইউটি-তে উদ্বোধন করা হয়েছে?
[A] সিকিম
[B] অরুণাচল প্রদেশ
[C] পশ্চিমবঙ্গ
[D] ঝাড়খণ্ড

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।