৯ ই আগস্ট, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৯  ই আগস্ট, ২০২৪ এর মধ্যে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমাদের চারিপাশে প্রতিদিন নিত্য নতুন কিছু ঘটে চলেছে যার পুরোটা আমাদের মনে রাখা একটু কষ্ট দায়ক হয়ে ওঠে আমাদের জন্য, সেই সম্যসার সমাধান করতে আমরা আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসছি নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স। আপনাদের চাকরির পরীক্ষার জন্য এই প্রচেষ্টা আশাকরি আপনাদের কাজে লাগবে। চলুন দেখে নেয়া যাক ৯  ই আগস্ট, ২০২৪ নতুন আপডেট।

৯ ই আগস্ট

৯ ই আগস্ট, ২০২৪

1 / 10

ক্ষুদ্র রপ্তানিকারকদের সহায়তার জন্য বর্ধিত রপ্তানি ঋণ ঝুঁকি বীমা কভার প্রদানের জন্য কোন প্রতিষ্ঠান একটি নতুন প্রকল্প চালু করেছে?

2 / 10

কোন টেলিকম প্রদানকারী সাম্প্রতিক প্রকল্পটি সম্পাদন করে যার লক্ষ্য সমস্ত অনাবৃত গ্রামে 4G মোবাইল পরিষেবা প্রদান করা?

3 / 10

প্রধানমন্ত্রী মোদি কোন দিনটিকে ‘বিভাগের ভয়াবহ স্মরণ দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন?

4 / 10

ট্রেনিং ফর অগমেন্টিং প্রোডাক্টিভিটি অ্যান্ড সার্ভিসেস (TAPAS) একটি অনলাইন পোর্টাল কোন মন্ত্রণালয় চালু করেছে?

5 / 10

স্যাটেলাইট ফোনে সজ্জিত দেশের প্রথম কোন ভারতীয় জাতীয় উদ্যানের নাম বলুন?

6 / 10

সরকার শহুরে স্ব-সহায়ক গোষ্ঠী (SHG) পণ্যগুলির বিপণনের জন্য ব্র্যান্ড নাম এবং লোগো চালু করেছে৷ এই পণ্যগুলির কোন ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে?

7 / 10

রামসার সাইটের তালিকায় ভারতের চারটি নতুন জলাভূমি যুক্ত হয়েছে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি এই জলাভূমিগুলির অবস্থানের ক্ষেত্রে সত্য নয়?

8 / 10

দেশীয় গবাদি পশুর বিশুদ্ধ জাতের সংরক্ষণের জন্য ভারতের প্রথম ক্যাটল জিনোমিক চিপের নাম কী?

9 / 10

ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব এবং গবেষণা কেন্দ্র কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?

10 / 10

মহামারী সম্ভাবনা সহ ভবিষ্যতে উদীয়মান প্যাথোজেনগুলির উত্থান অধ্যয়নের জন্য WHO দ্বারা তৈরি নতুন উপদেষ্টা দলের নাম কী?

Your score is

The average score is 0%

0%

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।