০৯ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ০৯ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

প্রতি বছর কোন দিনটিকে ‘বিশ্ব দুধ দিবস’ হিসেবে পালন করা হয়?
[A] 1 June
[B] 2 June
[C] 3 June
[D] 4 June

প্রশ্ন – ২

সম্প্রতি খবরে দেখা যায় পুরাণ কিলা কোন নদীর তীরে নির্মিত হয়েছিল?
[A] Ganga
[B] Gomti
[C] Yamuna
[D] Narmada

প্রশ্ন – ৩

পারাপারত্রেচীন নীলা, সম্প্রতি খবরে দেখা যায়, কোন প্রজাতির অন্তর্গত?
[A] Ant
[B] Fish
[C] Spider
[D] Frog

প্রশ্ন – ৪

সংযোজন উত্পাদনের মাধ্যমে টেকসই মহাকাশ অনুসন্ধানের জন্য ISRO কোন কোম্পানির সাথে সহযোগিতা করেছে?
[A] Wipro 3D
[B] Skyroot aerospace
[C] Google 3D
[D] IBM

প্রশ্ন – ৫

কোন গবেষণা প্রতিষ্ঠান ল্যাবরেটরিতে অ-সংক্রামক নিপাহ ভাইরাসের মতো কণা (VLPs) তৈরি করার একটি উপায় তৈরি করেছে?
[A] Central Drug Research Institute
[B] Institute of Genomics and Integrative Biology
[C] Institute of Advanced Virology
[D] Raman Research Institute

প্রশ্ন – ৬

ক্লডিয়া শিয়েনবাউম কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?
[A] Malaysia
[B] Thailand
[C] Singapore
[D] Mexico

প্রশ্ন – ৭

সম্প্রতি খবরে দেখা 'JADES-GS-z14-0' কী?
[A] Galaxy
[B] Submarine
[C] Aircraft
[D] Invasive plant

প্রশ্ন – ৮

কোন সংস্থা ব্যাঙ্ক গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তিতে সহায়তা করার জন্য ‘ব্যাঙ্ক ক্লিনিক’ উদ্যোগ চালু করেছে?
[A] All India Bank Employees’ Association
[B] State Bank of India
[C] Ministry of Finance
[D] None of the Above

প্রশ্ন – ৯

সম্প্রতি খবরে দেখা 'Tmesipteris lanceolata' কী?
[A] Fork fern
[B] Fish
[C] Asteroid
[D] Spider

প্রশ্ন – ১০

কোন দুটি সংস্থা যৌথভাবে ইন্ডিয়া অর্গানিক এবং জয়ভিক ভারত লোগো প্রতিস্থাপনের জন্য একটি "ইউনিফায়েড ইন্ডিয়া অর্গানিক" লোগো তৈরি করেছে?
[A] FSSAI and ICAR
[B] FSSAI and APEDA
[C] FSSAI and FDA
[D] FSSAI and WHO

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।