৯ই মে, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৯ই মে, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ক্রিকেটার বেন ওয়েলস, যিনি সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন, তিনি কোন দেশের বাসিন্দা?
[A] Australia
[B] England
[C] South Africa
[D] Bangladesh

প্রশ্ন – ২

শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের (DPIIT) পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
[A] Shruti Saxena
[B] Pratima Singh
[C] Supriya Devasthali
[D] Niharika Khatana

প্রশ্ন – ৩

ভারত সম্প্রতি কোন আফ্রিকান দেশের সাথে শক্তি ও স্থানীয় মুদ্রা বন্দোবস্তে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে?
[A] Kenya
[B] Tanzania
[C] Senegal
[D] Nigeria

প্রশ্ন – ৪

সম্প্রতি, ভারত ও নেদারল্যান্ডস হেগে বিদেশী পরামর্শের কোন রাউন্ডের আয়োজন করেছে?
[A] 11th
[B] 12th
[C] 13th
[D] 14th

প্রশ্ন – ৫

গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আপীলেট ট্রাইব্যুনাল (GSTAT) এর সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] O. P. Choudhary
[B] Pankaj Chaudhary
[C] Sanjaya Kumar Mishra
[D] Ajay Bhushan Pandey

প্রশ্ন – ৬

সম্প্রতি খবরে দেখা লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি কোন দুটি দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল?
[A] Nepal & Bhutan
[B] India & Nepal
[C] India & Myanmar
[D] India & Bhutan

প্রশ্ন – ৭

লক্ষ্য এয়ারক্রাফ্ট, সম্প্রতি খবরে দেখা যায়, কোন সংস্থার দ্বারা ডিজাইন ও নির্মিত?
[A] DRDO
[B] ISRO
[C] CSIR
[D] BHEL

প্রশ্ন – ৮

সম্প্রতি খবরে দেখা গেছে কুথাণ্ডবর উৎসব কোন রাজ্যে পালিত হয়?
[A] Tamil Nadu
[B] Sikkim
[C] Rajasthan
[D] Telangana

প্রশ্ন – ৯

সম্প্রতি খবরে দেখা যায় হোপেন আইল্যান্ড কোন সাগরে অবস্থিত?
[A] Southern Ocean
[B] Atlantic Ocean
[C] Arctic Ocean
[D] Indian Ocean

প্রশ্ন – ১০

কোন সংস্থা ভারতীয় মহাকাশ নীতি, 2023 বাস্তবায়নের জন্য নিয়ম, নির্দেশিকা এবং পদ্ধতি (NGP) প্রকাশ করেছে?
[A] Council of Scientific and Industrial Research (CSIR)
[B] Defence Research and Development Organization (DRDO)
[C] Indian Council of Agricultural Research (ICAR)
[D] Indian National Space Promotion and Authorization Centre (IN-SPACe)

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।