৯ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৯ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

অক্টোবর মাসে কোন দেশ ভারতে শীর্ষ তেল সরবরাহকারী হিসাবে আবির্ভূত হয়েছে?
[A] ইরাক
[B] সৌদি আরব
[C] রাশিয়া
[D] UAE

প্রশ্ন – ২

22 তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] বিচারপতি ঋতুরাজ অবস্থি
[B] বিচারপতি মণিকুমার
[C] বিচারপতি এ কে সিকরি
[D] বিচারপতি কারনান

প্রশ্ন – ৩

‘আন্তর্জাতিক বিজ্ঞান ও শান্তি সপ্তাহ’ কোন মাসে পালন করা হয়?
[A] আগস্ট
[B] নভেম্বর
[C] জানুয়ারি
[D] মার্চ
প্রশ্ন - ৪ 
‘নানকানা সাহিব’ কোন দেশে অবস্থিত একটি শিখ তীর্থস্থান?
[A] ভারত
[B] পাকিস্তান
[C] নেপাল
[D] বাংলাদেশ

প্রশ্ন – ৫

কোন রাজ্য প্রথম একচেটিয়া হস্তশিল্প নীতি চালু করেছে?
[A] রাজস্থান
[B] গুজরাট
[C] আসাম
[D] হিমাচল প্রদেশ

প্রশ্ন – ৬

কোন শহর ‘পিএম গতি শক্তি মাল্টিমোডাল ওয়াটারওয়েজ সামিট’-এর আয়োজক?
[A] পুনে
[B] কলকাতা
[C] বারাণসী
[D] আহমেদাবাদ

প্রশ্ন – ৭

কোন প্রতিষ্ঠান পিএইচডি (ডক্টর অফ ফিলোসফি) ডিগ্রির উপর নতুন প্রবিধান জারি করেছে?
[A] AICTE
[B] UGC
[C] NITI Aayog
[D] NTA

প্রশ্ন – ৮

'সমীক্ষা' কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা প্রচারিত একটি প্ল্যাটফর্ম?
[A] বিদ্যুৎ মন্ত্রণালয়
[B] নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়
[C] বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
[D] MSME মন্ত্রণালয়
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।