২৪ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৪ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

নিম্নলিখিত কে “All India Rubber Industry Association” -এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন?
[A] রাজেশ গুপ্তা
[B] শ্রীকান্ত মিরশা
[C] বিনয় ঠাকুর
[D] রমেশ কেজরিওয়াল

প্রশ্ন – ২

“World Economic Forum 2023” -এর থিম কি?
[A] One World One Business Model
[B] World Economic Forum 2023
[C] Cooperation for World Business Model
[D] Cooperation in a Fragmented World

প্রশ্ন – ৩

সম্প্রতি, কোথায় “World Economic Forum” -এর বার্ষিক সভা শুরু হয়েছে?
[A] প্যারিস, ফ্রান্স
[B] নিউ দিল্লী, ভারত
[C] ক্যানবেরা, অস্ট্রেলিয়া
[D] দাভোস, সুইজারল্যান্ড
প্রশ্ন - ৪ 
“National Bank for Agriculture & Rural Development (NABARD)” -এর নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Nripendra Mishra
[B] KV Shaji
[C] Sohel Rana
[D] KP Roy

প্রশ্ন – ৫

নিম্নলিখিত কে আর্মেনিয়ায় নতুন ভারতীয় রাজদূত হিসেবে নিযুক্ত হয়েছেন?
[A] অরিন্দম বাগচী
[B] সিবি জর্জ
[C] নৃপেন্দ্র মিশ্রা
[D] নীলকাশি সাহা সিনহা

প্রশ্ন – ৬

সম্প্রতি, কোন কোম্পানি “Women’s IPL Media Rights” পেয়েছে?
[A] Disney Star
[B] Viacom18
[C] Sony
[D] Paytm

প্রশ্ন – ৭

সম্প্রতি, কোন রাজ্য দেশের প্রথম “Blindness Control Policy” কার্যকর করেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] পাঞ্জাব
[D] রাজস্থান

প্রশ্ন – ৮

নিম্নলিখিত কাকে 28th United Nations Climate Change Conference (COP28) -এর প্রেসিডেন্ট মনোনীত করা হয়েছে?
[A] নরেন্দ্র মোদী
[B] বোরিস জনসন
[C] ভ্লাদিমির পুতিন
[D] সুলতান আহমেদ আল জাবের