৬ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৬ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ভারতীয় রেলওয়ে বোর্ড -এর চেয়ারম্যান এবং CEO পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] বিবেক কুমার
[B] অনিল কুমার লাহোতি
[C] চন্দ্রমোহন শর্মা
[D] জগদীশ কুমার

প্রশ্ন – ২

সম্প্রতি, “Forks in the Road: My Days at RBI and Beyond” – নামক পুস্তকটি কে লিখেছেন?
[A] দীনেশ মীনা
[B] নীলেশ শাহ
[C] শক্তিকান্ত দাশ
[D] সি. রঙ্গরাজান

প্রশ্ন – ৩

‘National Mobile Monitoring System (NMMS)’ – কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগ?
[A] Ministry of Agriculture and Farmers Welfare
[B] Ministry of Rural Development
[C] Ministry of Defence
[D] Ministry of Housing and Urban Development

প্রশ্ন – ৪

সম্প্রতি, কাকে ভারতীয় সেনার মুখ্য ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত করা হয়েছে?
[A] অনিল চৌধুরী
[B] রাজেশ চৌধুরী
[C] অরবিন্দ বলিয়া
[D] গোবিন্দ মাথুর

প্রশ্ন – ৫

সম্প্রতি, কোন রাজ্যে “International Beach Festival” অনুষ্ঠিত হয়েছে?
[A] তামিলনাড়ু
[B] আসাম 
[C] মহারাষ্ট্র
[D] কেরালা

প্রশ্ন – ৬

সম্প্রতি, কাকে পুরুষ বিভাগে “ICC Emerging Cricketer of the Year 2022”  জন্য মনোনীত করা হয়েছে?
[A] পৃথ্বি শাও
[B] বীরেন্দ্র সিং
[C] অর্শদীপ সিং
[D] সূর্যকুমার যাদব

প্রশ্ন – ৭

সম্প্রতি, ভারতের কোন রাজ্য সর্বপ্রথম “Loyayukta Bill” পাশ করেছে?
[A] হরিয়ানা
[B] মহারাষ্ট্র
[C] কেরালা
[D] পাঞ্জাব

প্রশ্ন – ৮

কোন মন্ত্রক “City Finance Rankings 2022” লঞ্চ করেছে?
[A] Ministry of Corporate Affairs
[B] Ministry of Housing and Urban Affairs
[C] Ministry of MSME
[D] Ministry of Finance

 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।