৮ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৮ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

শান্তিরক্ষীদের বিরুদ্ধে অপরাধের জবাবদিহিতা প্রচারের জন্য কোন দেশ 'বন্ধুদের দল' চালু করেছে?
[A] ইউক্রেন
[B] ভারত
[C] শ্রীলঙ্কা
[D] বাংলাদেশ

প্রশ্ন – ২

ভারতীয় বিদ্যুৎ বাজার থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য কোন দেশ PTC ইন্ডিয়ার সাথে অংশীদারিত্ব করেছে?
[A] নেপাল
[B] শ্রীলঙ্কা
[C] বাংলাদেশ
[D] ভুটান

প্রশ্ন – ৩

অর্থ মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, 2022-23 সালের প্রথমার্ধে ভারতের মোট দেশীয় পণ্যের বৃদ্ধি কত?
[A] 7.7%
[B] 8.7%
[C] 9.7%
[D] 10.7%

প্রশ্ন – ৪

2023 সালের ফেব্রুয়ারিতে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (IPEF) এর চারটি স্তম্ভের তিনটিতে বিশেষ আলোচনার রাউন্ডের আয়োজক কোন দেশ?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] ভারত
[C] ফ্রান্স
[D] জার্মানি

প্রশ্ন – ৫

2014 সাল থেকে PSEs-এর বিনিয়োগ এবং কৌশলগত বিক্রয়ের মাধ্যমে সরকার কর্তৃক উত্থাপিত মোট পরিমাণ কত?
[A] ১.০১ লক্ষ কোটি টাকা
[B] ২.০২ লক্ষ কোটি টাকা
[C] ৩.০৩ লক্ষ কোটি টাকা
[D] ৪.০৪ লক্ষ কোটি টাকা

প্রশ্ন – ৬

কোন রাজ্য/ইউটি চলতি অর্থবছরে পিএমইজিপি প্রকল্পের অধীনে সবচেয়ে বেশি সংখ্যক চাকরি তৈরি করেছে?
[A] উত্তরাখণ্ড
[B] জম্মু ও কাশ্মীর
[C] গোয়া
[D] নয়াদিল্লি

প্রশ্ন – ৭

কোন প্রতিষ্ঠান ‘2022 ইন নাইন চার্ট’ প্রতিবেদন প্রকাশ করেছে?
[A] WEF
[B] আইএমএফ
[C] বিশ্বব্যাংক
[D] ADB

প্রশ্ন – ৮

নিচের কোন দুটি দেশে বিশ্বের বৃহত্তম বিদ্যুতায়িত রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে?
[A] রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র
[B] মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
[C] রাশিয়া ও চীন
[D] ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র

 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।