৭ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৭ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

‘UN জীববৈচিত্র্য সম্মেলন- COP15’-এর আয়োজক কোন দেশ?
[A] চীন
[B] সুইডেন
[C] কানাডা
[D] অস্ট্রেলিয়া

প্রশ্ন – ২

2022 সালের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ?
[A] ফ্রান্স
[B] আর্জেন্টিনা
[C] ইংল্যান্ড
[D] মরক্কো

প্রশ্ন – ৩

সেলা পাস টানেল, যা খবরে দেখা গেছে, কোন রাজ্যে অবস্থিত?
[A] ওড়িশা
[B] অরুণাচল প্রদেশ
[C] পশ্চিমবঙ্গ
[D] আসাম
প্রশ্ন - ৪ 
‘রাইথু বন্ধু’ ভারতের কোন রাজ্য/UT-এর একটি ফ্ল্যাগশিপ স্কিম?
[A] কেরালা
[B] তেলেঙ্গানা
[C] কর্ণাটক
[D] ওড়িশা

প্রশ্ন – ৫

জাতিসংঘের প্রকৃতি চুক্তি অনুসারে, 2030 সালের মধ্যে গ্রহের কত শতাংশ সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছে?
[A] ২৫%
[B] ৩০%
[C] ৫০%
[D] ৭৫%

প্রশ্ন – ৬

কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক (GBF) এর 23টি লক্ষ্য রয়েছে যা বিশ্বের কোন বছরের মধ্যে অর্জন করতে হবে?
[A] ২০২৫
[B] ২০৩০
[C] ২০৩৫
[D] ২০৪০

প্রশ্ন – ৭

কোন প্রতিষ্ঠান ‘কয়লা 2022: বিশ্লেষণ এবং 2025 সালের পূর্বাভাস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে?
[A] UNDP 
[B] FAO
[C] UNFCC
[D] IEA 

প্রশ্ন – ৮

কোন কেন্দ্রীয় মন্ত্রক দেশের প্রথম জামানত বন্ড বীমা পণ্য চালু করেছে?
[A] কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়
[B] কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও মহাসড়ক মন্ত্রক
[C] কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়
[D] কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়

 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।