২৫ই ফেব্রূয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৫ই ফেব্রূয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন দেশ “15th Hockey World Cup-2023” শিরোপা জিতেছে?
[A] জার্মানি
[B] জাপান 
[C] হাইতি
[D] ফিজি

প্রশ্ন – ২

সম্প্রতি, ভারতীয় সেনা কোন রাজ্যে “Trishkari Prahar” নামক সামরিক অনুশীলনের আয়োজন করেছে?
[A] উড়িষ্যা
[B] তামিলনাডু
[C] পশ্চিমবঙ্গ
[D] কর্ণাটক

প্রশ্ন – ৩

কোন শহরকে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী নির্বাচন করা হয়েছে?
[A] বিজয়বারা
[B] বিশখাপত্তনম
[C] কুর্নুল
[D] কাকিনাডা
প্রশ্ন - ৪ 
Gujrat Maritime Cluster -এর প্রথম CEO কে নিযুক্ত হয়েছেন?
[A] জগজিৎ সিং
[B] মাধবেন্দ্র সিং
[C] অশোক শর্মা
[D] রাজেন্দ্র সিং

প্রশ্ন – ৫

সম্প্রতি, কে Unilever -এর নতুন CEO নিযুক্ত হয়েছেন?
[A] Dipanchu Dutta
[B] Snehil Agarwal
[C] Hein Schumacher
[D] Mahesh Kumar

প্রশ্ন – ৬

সম্প্রতি, কে “46th International Kolkata Book Fair” -এর উদ্বোধন করেছেন?
[A] নরেন্দ্র মোদী
[B] মমতা ব্যানার্জী
[C] অমিত শাহ
[D] সর্বানন্দ সোনোয়াল

প্রশ্ন – ৭

সম্প্রতি, কবে “World Inter-Religious Harmony Week” পালিত হয়েছে?
[A] 2-8 ফেব্রূয়ারি
[B] 3-9 ফেব্রূয়ারি
[C] 4-10 ফেব্রূয়ারি
[D] 1-7 ফেব্রূয়ারি

প্রশ্ন – ৮

সম্প্রতি, কোন রাজ্য সরকার “The Vision for All School Eye Health” কর্মসূচী লঞ্চ করেছে?
[A] মনিপুর
[B] বিহার 
[C] পাঞ্জাব
[D] গোয়া