২৬ই ফেব্রূয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৬ই ফেব্রূয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন রাজ্য “1st National Beach Soccer Championship 2023” জিতেছে?
[A] তেলেঙ্গানা
[B] মধ্যপ্রদেশ
[C] আসাম 
[D] কেরালা

প্রশ্ন – ২

সম্প্রতি, কোন রাজ্যে “9th All India Marathi Literature Conference” শুরু হয়েছে?
[A] তেলেঙ্গানা
[B] মধ্যপ্রদেশ
[C] আসাম
[D] মহারাষ্ট্র

প্রশ্ন – ৩

সম্প্রতি, আরন ফিঞ্চ (Aron Finch) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি কোন দেশের জাতীয় দলের সঙ্গে যুক্ত?
[A] ইংল্যান্ড
[B] দক্ষিণ আফ্রিকা
[C] নিউজিল্যান্ড
[D] অস্ট্রেলিয়া
প্রশ্ন - ৪ 
সম্প্রতি, কবে “World Cancer Day” পালিত হয়?
[A] 2 ফেব্রূয়ারি
[B] 3 ফেব্রূয়ারি
[C] 4 ফেব্রূয়ারি
[D] 5 ফেব্রূয়ারি

প্রশ্ন – ৫

কোন দেশ “Football Asian Cup 2027” আয়োজন করবে?
[A] সৌদি আরব
[B] জার্মানি 
[C] মার্কিন যুক্তরাষ্ট্র
[D] জাপান

প্রশ্ন – ৬

সম্প্রতি, কে “36th Surajkund Handicrafts Fair” -এর উদ্বোধন করেছেন?
[A] জগদ্বীপ ধনকর
[B] দ্রৌপদী মুর্মু
[C] অমিত শাহ
[D] নরেন্দ্র মোদী

প্রশ্ন – ৭

কোন রাজ্য সরকার “The Vision for All School Eye Health” কর্মসূচী শুরু করেছে?
[A] গোয়া
[B] কেরালা
[C] তেলেঙ্গানা
[D] আসাম

প্রশ্ন – ৮

নিম্নলিখিত, কোন পূর্ব ভারতীয় ক্রিকেটারকে “Nepal Cricket Association” মুখ্য কোচ নিযুক্ত করেছেন?
[A] অনিল কুম্বলে
[B] অজয় শর্মা
[C] কিরণ মোর 
[D] মন্টি দেশাই