১৪ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স 

আজকে হাজির হয়েছি ১৪ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

Bombay Stock Exchange (BSE) -এর MD & CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Dinesh Kumar
[B] Kailash Verma
[C] Pravesh Agarwal
[D] Sundararaman Rammurthy

প্রশ্ন – ২

কোন তামিল লেখক “Kuvempu National Award” -এর জন্য নির্বাচিত হয়েছেন?
[A] Perumal Murugan
[B] Shivshankari
[C] Nanjil Nadan
[D] Annamalai Alias Imayam

প্রশ্ন – ৩

সম্প্রতি, কে “Advertising Agencies Association of India (AAAI)” -এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন?
[A] প্রশান্ত কুমার
[B] গোবিন্দ মাথুর
[C] জিতেন্দ্র সিং
[D] বিশ্বনাথ সিং
প্রশ্ন - ৪ 
“World Computer Literacy Day” কবে পালিত হয়?
[A] 2 ডিসেম্বর
[B] 5 ডিসেম্বর
[C] 8 ডিসেম্বর
[D] 10 ডিসেম্বর

প্রশ্ন – ৫

প্রতিবছর কবে “National Pollution Control Day” পালিত হয়?
[A] 2 ডিসেম্বর
[B] 5 ডিসেম্বর
[C] 8 ডিসেম্বর 
[D] 10 ডিসেম্বর

প্রশ্ন – ৬

Punjab National Back -এর নতুন এক্সেকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] এস. বালাচন্দ্রন
[B] এস. এম ঝা
[C] বি. কে মিশ্রা
[D] এম. প্যারামেসিবাম

প্রশ্ন – ৭

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহত্তম “International Yoga Centre” অবস্থিত?
[A] দমন এবং দিউ
[B] জম্মু এবং কাশ্মীর
[C] চন্ডিগড় 
[D] লাদাখ

প্রশ্ন – ৮

কোন রাজ্য সরকার ‘One District One Sport’ প্রকল্প লঞ্চ করেছে?
[A] অরুণাচল প্রদেশ
[B] হিমাচল প্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] আসাম

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।