২৯ই এপ্রিল, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৯ই এপ্রিল, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

প্রশ্ন – ১

ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর সংজ্ঞার জন্য কোন মামলাটি বিখ্যাত?
[A] Kesavananda Bharati Case
[B] Romesh Thappar Case
[C] Shreya Singhal Case
[D] Vishakha V Case

প্রশ্ন – ২

'বিশ্ব বই দিবস 2023'-এ UNESCO-এর থিম কী?
[A] Copyright Challenges
[B] Intellectual Property Rights
[C] Indigenous Languages
[D] Reading Habit among children

প্রশ্ন – ৩

'এশিয়া-প্যাসিফিক লিডারস কনক্লেভ অন ম্যালেরিয়া নির্মূল'-এর আয়োজক কোন দেশ?
[A] India
[B] Sri Lanka
[C] Bangladesh
[D] Singapore
প্রশ্ন - ৪ 
কোন রাজ্য/ইউটি 'মেহনগাই রাহাত ক্যাম্প' চালু করেছে?
[A] Rajasthan
[B] Sikkim
[C] West Bengal
[D] Gujarat

প্রশ্ন – ৫

ভারতের প্রথম ওয়াটার মেট্রো সম্প্রতি কোন রাজ্য/UT এ উদ্বোধন করা হয়েছে?
[A] Maharashtra
[B] West Bengal
[C] Kerala
[D] Goa

প্রশ্ন – ৬

সুদান থেকে তার নাগরিকদের সরিয়ে নিতে ভারত সরকার যে মিশনের সূচনা করেছে তার নাম কি?
[A] Operation Gandhi
[B] Operation Kaveri
[C] Operation Vande Bharat
[D] Operation Rescue

প্রশ্ন – ৭

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘Indiahandmade Portal’ চালু করেছে?
[A] Ministry of Textiles
[B] Ministry of MSME
[C] Ministry of External Affairs
[D] Ministry of Commerce and Industry

প্রশ্ন – ৮

'বিশ্ব ম্যালেরিয়া দিবস' কবে পালিত হয়?
[A] April 21
[B] April 23
[C] April 25
[D] April 27