১৩ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৩ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

অপারেশন টার্টশিল্ড কোন দেশ চালু করেছিল?
[A] চীন
[B] ভারত
[C] রাশিয়া
[D] ইন্দোনেশিয়া

প্রশ্ন – ২

কোন দেশ ‘ওরিয়ন মহাকাশযান’ উৎক্ষেপণ করেছে?
[A] জাপান
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] সংযুক্ত আরব আমিরাত
[D] ইসরাইল

প্রশ্ন – ৩

ইউরোপীয় সংসদ কোন দেশকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত করেছে?
[A] চীন
[B] রাশিয়া
[C] আফগানিস্তান
[D] পাকিস্তান
প্রশ্ন - ৪ 
'Sonzal-2022' একটি বার্ষিক যুব উৎসব কোন রাজ্য/UT এ অনুষ্ঠিত হয়?
[A] অন্ধ্র প্রদেশ
[B] হিমাচল প্রদেশ
[C] জম্মু ও কাশ্মীর
[D] উত্তরাখণ্ড

প্রশ্ন – ৫

কোন ব্যক্তিত্বের জন্মবার্ষিকী স্মরণে ‘জাতীয় দুগ্ধ দিবস’ পালন করা হয়?
[A] এম এস স্বামীনাথন
[B] ড: ভার্গিস কুরিয়েন
[C] চরণ সিং
[D] মোরারজি দেশাই

প্রশ্ন – ৬

ভারতের প্রথম নাইট স্কাই অভয়ারণ্য কোন রাজ্য/UT-এ অবস্থিত?
[A] হিমাচল প্রদেশ
[B] সিকিম
[C] উত্তরাখণ্ড
[D] লাদাখ

প্রশ্ন – ৭

কোন দেশ 27 বছরের প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তির জন্য চীনের সাথে অংশীদারিত্ব করেছে?
[A] সংযুক্ত আরব আমিরাত
[B] কাতার
[C] ইরান
[D] রাশিয়া

প্রশ্ন – ৮

ভারতে 'সংবিধান দিবস' কবে পালিত হয়?
[A] ২৪ নভেম্বর
[B] ২৬ নভেম্বর
[C] ০১ ডিসেম্বর
[D] ০৪ ডিসেম্বর

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।