৮ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৮ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ভারত-মার্কিন যৌথ সামরিক অনুশীলন ‘Yudh Abhyas-2022’ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়?
[A] গোয়া
[B] অন্ধ্রপ্রদেশ
[C] আসাম 
[D] উত্তরাখন্ড

প্রশ্ন – ২

সম্প্রতি, কোন রাজ্যে “10 Movile Health Clinic” -এর উদ্বোধন করা হয়েছে?
[A] পাঞ্জাব
[B] পশ্চিমবঙ্গ 
[C] মধ্যপ্রদেশ
[D] বিহার

প্রশ্ন – ৩

সম্প্রতি, কোন মিউজিয়াম “UNESCO Award” পেয়েছে?
[A] The Prince of Wales Museum
[B] Salar Jung Museum
[C] Chhatrapati Shivaji Maharaj Vastu Museum
[D] Shankar International Doll Museum
প্রশ্ন - ৪ 
নিম্নলিখিত কে “FIFA Men’s World Cup” -এর প্রথম মহিলা রেফারি হয়েছেন?
[A] Zaira Wasim
[B] Stephanie Frapart
[C] Jennifer Root
[D] GS Lakshmi 

প্রশ্ন – ৫

প্রতিবছর কবে “World AIDS Day” পালিত হয়?
[A] 1 ডিসেম্বর
[B] 3 ডিসেম্বর
[C] 5 ডিসেম্বর
[D] 7 ডিসেম্বর

প্রশ্ন – ৬

সম্প্রতি, কোন রাজ্যে “Hornbill Festival” পালিত হয়েছে?
[A] নাগাল্যান্ড
[B] আসাম
[C] অরুণাচলপ্রদেশ 
[D] মনিপুর 

প্রশ্ন – ৭

কোন রাজ্যে “58th BSF Raising Day Parade 2022” পালিত হবে?
[A] হরিয়ানা
[B] জম্মু ও কাশ্মীর 
[C] পাঞ্জাব
[D] উত্তরপ্রদেশ

প্রশ্ন – ৮

কোন কেন্দ্রীয় মন্ত্রক “Nai Chetna Campaign” শুরু করেছে?
[A] স্বরাষ্ট্র মন্ত্রক
[B] স্বাস্থা এবং পরিবার কল্যাণ মন্ত্রক
[C] গ্রামীণ উন্নয়ন মন্ত্রক
[D] মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রক

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।