৭ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৭ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

নিমলিখিত কোন দেশ “Asia Pacific Broadcasting Union General Assembly 2022” -এর আয়োজন করেছে?
[A] ভারত
[B] বেলজিয়াম
[C] ব্রাজিল
[D] আমেরিকা 

প্রশ্ন – ২

নিম্নলিখিত কোন সংস্থা “Monkeypox” -এর নাম পরিবর্তন করে “Mpox” রেখেছে?
[A] WTO
[B] UNESCO
[C] WHO
[D] UNICEF

প্রশ্ন – ৩

নিম্নলিখিত কে “Indian Olympic Association” -এর পরবর্তী প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন?
[A] পিটি উষা
[B] মেরি এসো
[C] সাইন নেহওয়াল
[D] পিভি সিন্ধু
প্রশ্ন - ৪ 
ভারত এবং কোন দেশের মধ্যে সংযুক্ত সামরিক অনুশীলন “Harimauu Shakti 2022” শুরু হয়েছে?
[A] বাংলাদেশ
[B] ইন্দোনেশিয়া
[C] মালেশিয়া
[D] আমেরিকা 

প্রশ্ন – ৫

সম্প্রতি, উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] নীরা রাওয়াত
[B] লক্ষ্মী সিং
[C] নীতি দ্বিবেদী
[D] সুজাতা সিং

প্রশ্ন – ৬

সম্প্রতি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার “গঙ্গা জল অপূর্তি যোজনা” উদ্বোধন করেছেন?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] বিহার
[D] আসাম 

প্রশ্ন – ৭

ভারতের বর্তমান বিদেশ সচিব কে?
[A] বিজয় কেশব গোখলে
[B] বিনয় মোহন কয়াত্রা
[C] হর্ষবর্ধন শৃঙ্গলা
[D] অশ্বিনী কুমার

প্রশ্ন – ৮

নিম্নলিখিত কে “Para Sports Person of Year award 2022” পেয়েছে?
[A] অবনী লেখাড়া
[B] শিবানী গুপ্তা
[C] প্রিয়াঙ্কা ট্যান্ডন
[D] অবনী লেখাড়া

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।