৬ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৬ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, কোথায় ” G20 Summit” শুরু হয়েছে?
[A] চীন
[B] জার্মানি 
[C] চীন
[D] ইন্দোনেশিয়া

প্রশ্ন – ২

প্রতিবছর কবে “World Diabetes Day” পালিত হয়?
[A] ১২ নভেম্বর
[B] ১৩ নভেম্বর
[C] ১৪ নভেম্বর
[D] ১৫ নভেম্বর

প্রশ্ন – ৩

সম্প্রতি, কবে “Tribal Pride Day” পালিত হয়েছে?
[A] ১৪ নভেম্বর
[B] ১৫ নভেম্বর
[C] ১৬ নভেম্বর
[D] ১৭ নভেম্বর
প্রশ্ন - ৪ 
সম্প্রতি, কোন রাজ্য “7th Amour Falcon Festival” পালন করেছে?
[A] আসাম
[B] মেঘালয়
[C] নাগাল্যান্ড
[D] অরুণাচলপ্রদেশ 

প্রশ্ন – ৫

প্রতিবছর কবে “National Press Day” পালিত হয়?
[A] ১১ নভেম্বর
[B] ১৪ নভেম্বর
[C] ১৬ নভেম্বর
[D] ২০ নভেম্বর

প্রশ্ন – ৬

কোন রাজ্য “Panchayat Extension to Scheduled Areas (PESA) Act” কার্যকর করেছে?
[A] আসাম 
[B] ছত্তিসগড়
[C] মধ্যপ্রদেশ
[D] ঝাড়খন্ড 

প্রশ্ন – ৭

সুইজারল্যান্ড পর্যটন কাকে “ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর” নিযুক্ত করেছেন?
[A] বিরাট কোহলি
[B] শাহরুখ খান
[C] পি.ভি সিন্ধু
[D] নীরজ চোপড়া

প্রশ্ন – ৮

প্রতিবছর কবে “International Day for Tolerance” পালিত হয়?
[A] ১৬ নভেম্বর
[B] ১৭ নভেম্বর
[C] ১৮ নভেম্বর
[D] ২০ নভেম্বর

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।