২৭ই জুলাই, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৭ই জুলাই, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

প্রশ্ন – ১

আমিন্দিভি দ্বীপপুঞ্জ কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচটি দ্বীপ নিয়ে গঠিত?
[A] আন্দামান ও নিকোবর
[B] লাক্ষাদ্বীপ
[C] পন্ডিচেরি
[D] দমন ও দিউ

প্রশ্ন – ২

কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি গণপরিষদের দাবি পেশ করে?
[A] 1929
[B] 1935
[C] 1932
[D] 1946

প্রশ্ন – ৩

একটি বাণিজ্যিক ব্যাংকের মোট আমানতের যে অংশটি তরল সম্পদ আকারে নিজের কাছে রাখতে হয় তাকে কি বলে?
[A] Statutory Liquidity Ratio
[B] Cash Reserve Ratio
[C] Statutory Reserve Ratio
[D] Cash ratio
প্রশ্ন - ৪ 
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিনান্সিয়াল এডুকেশন ওয়েবসাইট কয়টি ভাষায় পাওয়া যায়?
[A] 3
[B] 7
[C] 13
[D] 22

প্রশ্ন – ৫

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ "প্রতিবর্ত ক্রিয়া" নিয়ন্ত্রণ করে?
[A] Mesencephalon
[B] Rhombencephalon
[C] Medulla oblongata
[D] Spinal Chord

প্রশ্ন – ৬

হিউম্যান এমবিলিকাল কর্ডে কয়টি ধমনী থাকে?
[A] 1
[B] 2
[C] 3
[D] 4

প্রশ্ন – ৭

1978 সালে ভারত সরকার কর্তৃক প্রবর্তিত ইমিউনাইজেশনের সম্প্রসারিত প্রোগ্রামে (EPI) নিম্নলিখিত কোন রোগের টিকা অন্তর্ভুক্ত করা হয়নি?
[A] Polio
[B] Diphtheria
[C] Measles
[D] Tuberculosis

প্রশ্ন – ৮

নিচের কোনটি সান্দ্রতাকে প্রতিনিধিত্ব করে?
[A] তরল গতির প্রতিরোধ
[B] দুটি তরলের মধ্যে চাপের পার্থক্য
[C] একটি তরলে সঞ্চিত সম্ভাব্য শক্তি
[D] পৃষ্ঠের রুক্ষতা