১৮ই সেপ্টেম্বর, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৮ই সেপ্টেম্বর, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

প্রশ্ন

‘কালা জিরা চাল’ কোন রাজ্যের একটি বিখ্যাত খাদ্য পণ্য?
[A] Odisha
[B] West Bengal
[C] Karnataka
[D] Punjab

প্রশ্ন

‘স্বচ্ছ বায়ু সার্ভেক্ষন 2023 ক্লিন এয়ার সার্ভে’-এ কোন শহর শীর্ষে রয়েছে?
[A] Indore
[B] Mysuru
[C] Kochi
[D] Panjim

প্রশ্ন

কোন দেশ ‘খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ে ডেকান হাই-লেভেল প্রিন্সিপলস’ চালু করেছে?
[A] Sri Lanka
[B] India
[C] Bangladesh
[D] Nepal

প্রশ্ন

খবরে দেখা গেল তিমুর-লেস্তে কোন অঞ্চলে অবস্থিত?
[A] উত্তর আমেরিকা
[B] দক্ষিণ-পূর্ব এশিয়া
[C] দক্ষিণ আমেরিকা
[D] আফ্রিকা

প্রশ্ন

কোন প্রতিষ্ঠান ‘2023 আঞ্চলিক সহযোগিতা ও সংহতি সম্মেলন’ আয়োজন করে?
[A] WEF
[B] IMF
[C] Asian Development Bank (ADB)
[D] NITI Aayog

প্রশ্ন

নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির ভিত্তিতে অ্যাড ভ্যালোরেম ট্যাক্স ধার্য করা হয়?
[A] Volume
[B] Value
[C] Production
[D] Export

প্রশ্ন

নিচের কোন স্থানে ভারতে প্রথম ভূমি উন্নয়ন ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়?
[A] Punjab
[B] Mumbai
[C] Madras
[D] Pune

প্রশ্ন

পশ্চিমবঙ্গের কোচবিহার নিচের কোন শিল্পের জন্য বিখ্যাত?
[A] সুতি কাপড় শিল্প
[B] রেশম শিল্প
[C] পেট্রোলিয়াম শিল্প
[D] কাচ শিল্প