১২ই নভেম্বর, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১২ই নভেম্বর, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

প্রশ্ন

WHO 2023 গ্লোবাল টিবি রিপোর্ট অনুসারে, কোন কাউন্টিতে 2022 সালে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক যক্ষ্মা (টিবি) কেস হয়েছে?
[A] China
[B] India
[C] Indonesia
[D] Ethiopia

প্রশ্ন

‘দ্য স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার (SOFA)’ কোন প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ রিপোর্ট?
[A] World Bank
[B] ADB
[C] FAO
[D] IMF

প্রশ্ন

কোন প্রতিষ্ঠান ‘প্রোডাকশন গ্যাপ রিপোর্ট’ প্রকাশ করে?
[A] UNEP
[B] IMF
[C] FAO
[D] AIIB

প্রশ্ন

ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিকস লিমিটেড (NCOL)-এর সম্প্রতি চালু হওয়া ব্র্যান্ডের নাম কী?
[A] Namo Organics
[B] Bharat Organics
[C] India Fresh
[D] India Dairy

প্রশ্ন

‘কোটা অব স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর)’, যা খবরে দেখা যায়, কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত?
[A] International Monetary Fund
[B] Reserve Bank of India
[C] US Federal Reserve
[D] Bureau of International Settlements

প্রশ্ন

নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির এমন বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে যেগুলি কেন্দ্রীয় তালিকায়, রাজ্যের তালিকায় বা ভারতের সংবিধানের সমকালীন তালিকায় নেই?
[A] Parliament
[B] State Legislatures
[C] Both State legislatures and Parliament
[D] Neither Parliament nor State legislature

প্রশ্ন

নিচের মধ্যে কে শূন্য ঘন্টা শব্দটি উদ্ভাবন করেছেন?
[A] Constitution assembly
[B] Dr. B R Ambedkar
[C] Indira Gandhi
[D] Press

প্রশ্ন

ভারতের নিচের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন?
[A] 4th President
[B] 5th President
[C] 6th President
[D] 7th President