১২ই ডিসেম্বর, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স 

আজকে হাজির হয়েছি ১২ই ডিসেম্বর২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – 

2030 সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসাবে শেষ করার লক্ষ্যমাত্রা বছর কী, জাতিসংঘ কর্তৃক নির্ধারিত?
[A] 2025
[B] 2027
[C] 2030
[D] 2035

প্রশ্ন – 

‘কৃষ্ণবেণী সঙ্গীতা নীরজনম’ উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত?
[A] Tamil Nadu
[B] Andhra Pradesh
[C] Kerala
[D] Karnataka

প্রশ্ন – 

খবরে দেখা গেল হাম্বানটোটা বন্দর কোন দেশে?
[A] Israel
[B] Ukraine
[C] Sri Lanka
[D] Afghanistan

প্রশ্ন – 

কর কমানোর জন্য কোন দেশ বিশ্বের প্রথম ধূমপান 'প্রজন্ম নিষেধাজ্ঞা' বাতিল করেছে?
[A] Argentina
[B] New Zealand
[C] Russia
[D] Japan

প্রশ্ন – 

আশা দি ওয়ার, আরদাস, নগর কীর্তন, অখন্ড পাঠ সাহেব এবং লঙ্গর কোন ধর্মের সাথে যুক্ত?
[A] Buddhism
[B] Jainism
[C] Sikhism
[D] Islam

প্রশ্ন – 

ভারতের কোন রাজ্য জাতি ভিত্তিক আদমশুমারি চালু করেছে?
[A] Bihar
[B] Assam
[C] West Bengal
[D] Jharkhand

প্রশ্ন – 

আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মেরিটাইম লজিস্টিক শাখা এবং সিঙ্গাপুর ভিত্তিক AG&P কোন দেশে স্টোরেজ ইউনিট হিসাবে এলএনজি ক্যারিয়ার ব্যবহার করার জন্য অংশীদারিত্ব করেছে?
[A] UAE
[B] India
[C] Singapore
[D] Australia

প্রশ্ন – 

কোন দেশ ‘ইলেক্ট্রনিক সুপ্রিম কোর্ট রিপোর্টস (ই-এসসিআর) প্রকল্প’ চালু করতে চলেছে?
[A] Sri Lanka
[B] Pakistan
[C] India
[D] Bangladesh