২৯ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৯ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন রাজ্য “Track Asia Cup 2022” আয়োজনের ঘোষণা করেছে?
[A] মহারাষ্ট্র
[B] হিমাচল প্রদেশ
[C] তেলেঙ্গানা
[D] কেরালা

প্রশ্ন – ২

Bharat Petroleum Corporation Limited (BPCL) -এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Prasad K Panicker
[B] R K Gupta
[C] Rajesh Verma
[D] VR Krishna Gupta 

প্রশ্ন – ৩

কোন শহর “World Travel Market 2022” -এর আয়োজন করেছে?
[A] রোম
[B] লন্ডন
[C] নিউ দিল্লী
[D] জেনেভা 
প্রশ্ন - ৪ 
পৃথিবীর দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন পরিচালিত দেশ কোনটি?
[A] জাপান
[B] চীন
[C] অস্ট্রেলিয়া
[D] সুইজারল্যান্ড

প্রশ্ন – ৫

“National Cancer Awareness” কবে পালিত হয়?
[A] 5 নভেম্বর
[B] 7 নভেম্বর
[C] 2 নভেম্বর
[D] 10 নভেম্বর

প্রশ্ন – ৬

অক্টোবর 2022 সালের “ICC Player of the Month Award” কে জিতেছেন?
[A] কে. এল রাহুল
[B] রোহিত শর্মা
[C] সূর্যকুমার যাদব
[D] বিরাট কোহলী

প্রশ্ন – ৭

“World Tsunami Awareness Day” কবে পালিত হয়?
[A] 3 নভেম্বর
[B] 2 নভেম্বর
[C] 4 নভেম্বর
[D] 5 নভেম্বর

প্রশ্ন – ৮

Collins Dictionary দ্বারা নির্বাচিত ‘Word of the Year 2022′ কী?
[A] Permacrisis
[B] Pandemic
[C] Vaccine
[D] Lockdown
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।