২৫ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৫ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, কোন দেশ “Sultan Johar Cup 2022” জিতেছে?
[A] ভারত
[B] বাংলাদেশ
[C] ইন্দোনেশিয়া
[D] শ্রীলংকা

প্রশ্ন – ২

“World Hindi Conference” কোথায় অনুষ্ঠিত হবে?
[A] নিউইউর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
[B] ঢাকা, বাংলাদেশ
[C] নিউ দিল্লী, ভারত
[D] নান্দী, ফিজি

প্রশ্ন – ৩

‘Vigilance Awareness Week 2022’ -এর থিম কী?
[A] Ethics and Values
[B] Embodiment of Honesty
[C] Elimination of Corruption
[D] Corruption-free India for a developed Nation
প্রশ্ন - ৪ 
নিম্নলিখিত কাকে মরণোত্তর “Karnataka Ratna Award” দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] KV Raju
[B] Jayanthi
[C] Puneeth Rajkumar
[D] Sanchari Vijay

প্রশ্ন – ৫

সম্প্রতি, কোন ভারতীয় শহরে “4th Bangladesh Film Festival” শুরু হয়েছে?
[A] চেন্নাই
[B] কোলকাতা
[C] গান্ধীনগর
[D] গুয়াহাটি

প্রশ্ন – ৬

কোন রাজ্য সরকার শিশুদের বিরুদ্ধে সাইবার ক্রাইম রুখতে “Kunjapp Mobile App” লঞ্চ করেছে?
[A] কর্ণাটক
[B] কেরালা
[C] আসাম
[D] কর্ণাটক

প্রশ্ন – ৭

“Indian Banks Association” -এর নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন?
[A] নরেশ সিং
[B] এ.কে গোয়েল
[C] লক্ষ্মী মিত্তল
[D] মোহন কুমার 

প্রশ্ন – ৮

“Terai Elephant Reserve” কোন রাজ্যে স্থাপন করা হবে?
[A] মধ্যপ্রদেশ
[B] ঝাড়খন্ড
[C] আসাম
[D] উত্তরপ্রদেশ
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।