২৪ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৪ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, প্রয়াত জমশেদ জে. ইরানী কোন সংস্থার পূর্ব ম্যানেজিং ডিরেক্টর ছিলেন?
[A] ITC Limited
[B] TATA Steel
[C] Hindalco Industries
[D] Larsen & Toubro

প্রশ্ন – ২

 “7th India Water Week” -এর থিম কী?
[A] Water Conservation for Sustainable Development
[B] Sustainable Development and Equity
[C] Water Security and Sustainable Development
[D] Water Security for Sustainable Development and Equity

প্রশ্ন – ৩

ভারতের প্রথম “Aqua Park” কোন রাজ্যে নির্মাণ করা হবে?
[A] মেঘালয়
[B] অরুণাচল প্রদেশ
[C] গোয়া
[D] মহারাষ্ট্র
প্রশ্ন - ৪ 
সম্প্রতি, কবে “Halloween Day 2022” পালিত হয়েছে?
[A] 28 অক্টোবর
[B] 29 অক্টোবর
[C] 30 অক্টোবর
[D] 31 অক্টোবর

প্রশ্ন – ৫

কোন দেশ “FIFA U-17 Women’s World Cup 2022” জিতেছে?
[A] জার্মানি
[B] নাইজেরিয়া
[C] স্পেন
[D] কলোম্বিয়া

প্রশ্ন – ৬

কোন শহর “‘India Space Congress 2022 (ISC)” -এর আয়োজন করেছে?
[A] মুম্বাই
[B] নিউ দিল্লী
[C] হায়দ্রাবাদ
[D] বেঙ্গালুরু

প্রশ্ন – ৭

কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর “Rashtriya Ekta Diwas” পালিত হয়?
[A] ড: রাজেন্দ্র প্রাসাদ
[B] নেতাজি সুভাষ চন্দ্র বোস
[C] সর্দার বল্লভভাই প্যাটেল
[D] এ.পি.জে আব্দুল কালাম

প্রশ্ন – ৮

ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছেন?
[A] Jair Bolsonaro
[B] Luiz Inacio Lula da Silva
[C] Geraldo Alckmin
[D] Antonio Brito
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।