১৮ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৮ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

“Forbes World’s 100 most powerful women 2022” তালিকায় নির্মলা সীতারমন -এর অবস্থান কত?
[A] 33তম
[B] 35তম
[C] 36তম
[D] 31তম

প্রশ্ন – ২

“Human Rights Day” কবে পালিত হয়?
[A] 7 ডিসেম্বর
[B] 8 ডিসেম্বর
[C] 10 ডিসেম্বর
[D] 11 ডিসেম্বর

প্রশ্ন – ৩

National Bank for Agriculture and Rural Development (NABARD) -এর নতুন চেয়ারম্যান কে নির্বাচিত হয়েছেন?
[A] KV Shaji
[B] Surender Singh
[C] Pradeep Malhotra
[D] Ajay Hooda
প্রশ্ন - ৪ 
ভারতের কোন রাজ্য সর্বপ্রথম “Divyang department” স্থাপন করেছে?
[A] কর্ণাটক
[B] মধ্যপ্রদেশ
[C] আসাম 
[D] মহারাষ্ট্র

প্রশ্ন – ৫

সম্প্রতি, কে Table Tennis Federation of India (TTFI) -এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন?
[A] কমলেশ মেহতা
[B] মেঘনা আহলাবৎ
[C] দুশ্যান্ত চৌটালা
[D] প্যাটেল নাগেন্দ্রর রেড্ডী

প্রশ্ন – ৬

নিম্নলিখিত কোন সংস্থা “Climate Investment Opportunities in India’s Cooling Sector” প্রতিবেদন লঞ্চ করেছে?
[A] World Bank
[B] NITI Aayog
[C] UNESCO
[D] World Economic Forum

প্রশ্ন – ৭

“Forbes World’s 100 most powerful women 2022” তালিকার শীর্ষে কে রয়েছেন?
[A] Mahsa Amini
[B] Ursula von der Leyen
[C] Michelle Obama
[D] Nirmala Sitharaman

প্রশ্ন – ৮

Oxford Word of the Year for 2022 -এর নির্বাচিত শব্দটি কী?
[A] Goblin mode
[B] Metaverse
[C] Slovenly
[D] #IStandwith

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।