২৩ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৩ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করেছেন যে ওড়িশাকে বস্তিমুক্ত করা হবে কোন বছর?
(a) 2023
(b) 2024
(c) 2025
(d) 2026

প্রশ্ন – ২

কোন কোম্পানি ভারতে জাপানি বিনিয়োগের প্রচার ও উন্নতির জন্য জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (JBIC) এর সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে?
(a) ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক
(b) ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড
(c) হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন
(d) ইথমার ক্যাপিটাল পার্টনার

প্রশ্ন – ৩

সুইজারল্যান্ড ট্যুরিজম কর্তৃক 'ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডর' হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(a) নীরজ চোপড়া
(b) পিভি সিন্ধু
(c) বিরাট কোহলি
(d) এমএস ধোনি
প্রশ্ন - ৪ 
BSNL ভারতে 4G পরিষেবা চালু করার জন্য নিম্নলিখিত কোম্পানিগুলির সাথে 26,281 কোটি টাকার চুক্তির জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেয়েছে?
(a) WIPRO
(b) TCS
(c) Infosis
(d) Accenture

প্রশ্ন – ৫

নিম্নলিখিতগুলির মধ্যে কে সম্প্রতি ফিট ইন্ডিয়া স্কুল উইক মাসকটস তুফান এবং তুফানি চালু করেছে?
(a) পিভি সিন্ধু
(b) মিতালি রাজ
(c) হরিকা দ্রোণাবল্লী
(d) গীতা ফোগাট

প্রশ্ন – ৬

ভারতীয় রেলওয়ে _________ দ্বারা তার নেটওয়ার্কের 100% বিদ্যুতায়নের লক্ষ্য নির্ধারণ করেছে।
(a) আগস্ট 2023
(b) মার্চ 2023
(c) ডিসেম্বর 2024
(d) ডিসেম্বর 2023

প্রশ্ন – ৭

পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে প্রতি বছর 12ই নভেম্বর পালিত হচ্ছে ________ এর একমাত্র সফরকে স্মরণীয় করে রাখতে।
(a) লালা লাজপত রায়
(b) জওহরলাল নেহেরু
(c) মহাত্মা গান্ধী
(d) সুভাষ চন্দ্র বসু

প্রশ্ন – ৮

বিশ্ব নিউমোনিয়া দিবস হল একটি বৈশ্বিক ইভেন্ট যা প্রতি বছর _______ তারিখে পালন করা হয় সচেতনতা ছড়িয়ে দিতে এবং নিউমোনিয়া রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষকে শিক্ষিত করতে।
(a) 11 নভেম্বর
(b) 12 নভেম্বর
(c) 13 নভেম্বর
(d) 14 নভেম্বর
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।