২১ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২১ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কে একটি এককালীন সম্পত্তি কর অ্যামনেস্টি স্কিম "সমৃদ্ধি 2022-23" চালু করেছেন?
(a) অরবিন্দ কেজরিওয়াল
(b) অমিত শাহ
(c) জিতেন্দ্র সিং
(d) বিনাই কুমার সাক্সেনা

প্রশ্ন – ২

ভারত নিচের কোন শহরে 2023 সালে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে?
(a) বেঙ্গালুরু
(b) নয়াদিল্লি
(c) চেন্নাই
(d) আহমেদাবাদ

প্রশ্ন – ৩

পুরুষদের একক প্যারিস মাস্টারের 2022 শিরোপা কে জিতেছে?
(a) হোলগার রুন
(b) নোভাক জোকোভিচ
(c) ওয়েসলি কুলহ
(d) নিল স্কুপস্কি
প্রশ্ন - ৪ 
বিশ্ব ব্যবহারযোগ্যতা দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়?
(a) নভেম্বরের দ্বিতীয় সোমবার
(b) নভেম্বরের দ্বিতীয় মঙ্গলবার
(c) নভেম্বরের দ্বিতীয় বুধবার
(d) নভেম্বরের দ্বিতীয় বৃহস্পতিবার

প্রশ্ন – ৫

ভারতে প্রতি বছর _______ তারিখে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়।
(a) 15 নভেম্বর
(b) 14 নভেম্বর
(c) 13 নভেম্বর
(d) ১১ নভেম্বর

প্রশ্ন – ৬

2022 সালের জাতীয় শিক্ষা দিবসের থিম কী?
(a) কোর্স পরিবর্তন, শিক্ষার পরিবর্তন
(b) নারী শিক্ষা
(c) বাধ্যতামূলক সর্বজনীন প্রাথমিক শিক্ষা
(d) বিনামূল্যে এবং সুষ্ঠু শিক্ষা

প্রশ্ন – ৭

ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 4000 রান পূর্ণ করে কে ইতিহাস রচনা করেছেন?
(a) রোহিত শর্মা
(b) বিরাট কোহলি
(c) মার্টিন গাপটিল
(d) বাবর আজম

প্রশ্ন – ৮

বিশ্ব ব্যবহারযোগ্যতা দিবস 2022 এর থিম কি?
(a) মানব কেন্দ্রিক A.I.
(b) আমাদের অনলাইন বিশ্বের ডিজাইন
(c) আমরা চাই ভবিষ্যতের জন্য ডিজাইন
(d) আমাদের স্বাস্থ্য
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।