২০ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২০ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

মরগান স্ট্যানলির মতে, ভারত _______ এর মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
(a) 2025
(b) 2026
(c) 2027
(d) 2028

প্রশ্ন – ২

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং 2023 অনুসারে, দক্ষিণ এশিয়ার সেরা শিক্ষাগত শিক্ষা কোনটি?
(a) আইআইটি বোম্বে
(b) আইআইএসসি ব্যাঙ্গালোর
(c) আইআইটি খড়গপুর
(d) আইআইটি কানপুর

প্রশ্ন – ৩

নিচের মধ্যে কে 2022 সালের জন্য কুলদীপ নায়ার সাংবাদিকতা সম্মান পুরস্কার পেয়েছেন?
(a) যোগিতা শর্মা
(b) নিখিল ওয়াগলে
(c) রবীশ কুমার
(d) আরফা খানম শেরওয়ানি
প্রশ্ন - ৪ 
কে 2022 সালের জন্য মর্যাদাপূর্ণ বেইলি কে. অ্যাশফোর্ড পদক পেয়েছেন?
(a) এসএস অভয়ঙ্কর
(b) বীরবল সাহনি
(c) ডাঃ সুভাষ বাবু
(d) শুভ্রমণ্যন চন্দ্রশেখর

প্রশ্ন – ৫

ইন্ডিয়ান ন্যাশনাল কার্টোগ্রাফিক অ্যাসোসিয়েশনের 42 তম আন্তর্জাতিক কংগ্রেস ________ এ উদ্বোধন করা হয়।
(a) ইন্দোর
(b) দিল্লি
(c) মুম্বাই
(d) দেরাদুন

প্রশ্ন – ৬

প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন যে ভারতে 100 বছরের বেশি বয়সী _________ ভোটার রয়েছে।
(a) 0.49 লাখ
(b) 1.49 লাখ
(c) 2.49 লাখ
(d) 3.49 লাখ

প্রশ্ন – ৭

ভারতীয়-আমেরিকান মহিলা ______ মেরিল্যান্ডে লেফটেন্যান্ট গভর্নরের পদে অধিষ্ঠিত প্রথম অভিবাসী হয়েছেন।
(a) অরুণা মিলার
(b) অঞ্জনা আপাচনা
(c) মীনা আলেকজান্ডার
(d) সামিনা আলী

প্রশ্ন – ৮

কে একটি এককালীন সম্পত্তি কর অ্যামনেস্টি স্কিম "সমৃদ্ধি 2022-23" চালু করেছেন?
(a) অরবিন্দ কেজরিওয়াল
(b) অমিত শাহ
(c) জিতেন্দ্র সিং
(d) বিনাই কুমার সাক্সেনা
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।