১৪ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৪ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন বীমা কোম্পানি প্রথম ধরনের স্যাটেলাইট সূচক-ভিত্তিক ফার্ম ইল্ড ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে?
A) সর্বোচ্চ জীবন বীমা
B) বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স
C) HDFC ERGO সাধারণ বীমা
D) কোটক লাইফ ইন্স্যুরেন্স

প্রশ্ন – ২

কেরালার রাজধানী কি?
A) মুম্বাই
B) ত্রিবান্দ্রম
C) বেঙ্গালুরু
D) ভোপাল

প্রশ্ন – ৩

কেরালার মুখ্যমন্ত্রী কে?
A) প্রমোদ সাওয়ান্ত
B) ভূপেন্দ্র প্যাটেল
C) পিনারাই বিজয়ন
D) মনোহর লাল
প্রশ্ন - ৪ 
নিবেষক দিদি প্রোগ্রাম কে চালু করেন?
A) ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক
B) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
C) ইন্ডিয়ান ব্যাঙ্ক
D) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

প্রশ্ন – ৫

FICCI এর বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে?
A) হরি শঙ্কর সিংহানিয়া
B) শুভ্রকান্ত পান্ডা
C) ডাঃ সঙ্গীতা রেড্ডি
D) কৃষ্ণ কুমার বিড়লা

প্রশ্ন – ৬

এজুথাচান পুরস্কার 2022 কে পেয়েছেন?
A) এ. সেতুমাধবন
B) এম. মুকুন্দন
C) লেখক পল জাকারিয়া
D) পি ভালসালা

প্রশ্ন – ৭

সারা ভারত জুড়ে সরকারি চাকরি এবং কলেজে অগ্রগামী জাতগুলির মধ্যে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের (EWS) জন্য সুপ্রিম কোর্ট (SC) কত % সংরক্ষণ বহাল রেখেছে?
A) 9%
B) 8%
C) 10%
D) 6%

প্রশ্ন – ৮

"নেট জিরো কার্বন নির্গমন" এর মাধ্যমে ভারতের কোন অংশকে ভারতের বৃহত্তম তীর্থস্থান হিসাবে ঘোষণা করা হয়েছে?
A) রামেশ্বরম
B) পুরী
C) কেদারনাথ
D) মথুরা-বৃন্দাবন
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।