১৩ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৩ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন –

১লা নভেম্বর কতটি রাজ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠা দিবস পালন করেছে?
A) ৮টি রাজ্য
B) ৭টি রাজ্য
C) ৬টি রাজ্য
D) ৯টি রাজ্য

প্রশ্ন – ২

টু ফিঙ্গার টেস্ট কোন ক্ষেত্রে পরিচালিত হয়?
A) ধর্ষণ মামলা
B) এসিড হামলা মামলা
C) অন্ধ পরীক্ষা
D) দূরত্ব পরীক্ষা

প্রশ্ন – ৩

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) কবে প্রতিষ্ঠিত হয়?
A) 1943
B) 1946
C) 1956
D) 1953
প্রশ্ন - ৪ 
ভারতের কোন স্টিল প্ল্যান্টটি দায়বদ্ধ ইস্পাত সাইট সার্টিফিকেশন পাওয়ার জন্য প্রথম হয়েছে?
A) রাউরকেলা স্টিল প্ল্যান্ট
B) জামশেদপুর স্টিল প্ল্যান্ট
C) বোকারো স্টিল প্ল্যান্ট
D) দুর্গাপুর স্টিল প্ল্যান্ট

প্রশ্ন – ৫

জাপানের সংস্কৃতি দিবস কবে পালন করা হয়?
A) ৪ঠা ডিসেম্বর
B) ৩রা ডিসেম্বর
C) ৪ঠা নভেম্বর
D) ৩রা নভেম্বর

প্রশ্ন – ৬

DRDO কোথা থেকে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ইন্টারসেপ্টরের ফ্লাইট পরীক্ষা পরিচালনা করেছে?
A) ওড়িশা উপকূল
B) করোমন্ডেল উপকূল
C) লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ
D) কর্ণাটক উপকূল

প্রশ্ন – ৭

কোন রাজ্য 1লা থেকে 3রা নভেম্বর 2022 পর্যন্ত 3 দিনের সিভিল এয়ার নেভিগেশন সার্ভিসেস অর্গানাইজেশন কনফারেন্সের আয়োজন করেছে?
A) মুম্বাই
B) গোয়া
C) কর্ণাটক
D) কেরালা

প্রশ্ন – ৮

কোন রাজ্যে কংগ্রেস তার ভারত জোড়া যাত্রা শুরু করেছে?
A) আসাম
B) মণিপুর
C) মেঘালয়
D) মিজোরাম
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।