১২ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১২ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

"De la Nuclearisation de l'Asie" (এশিয়ার পরমাণুকরণ) এর লেখক কে?
A) ঝুম্পা লাহিড়ী
B) ফরাসি লেখক রেনে নাবা
C) খুশবন্ত সিং
D) আর কে নারায়ণ

প্রশ্ন – ২

প্রতি বছর জাতীয় ঐক্য দিবস কবে পালিত হয়?
A) ৩১শে অক্টোবর
B) ১লা নভেম্বর
C) ২রা নভেম্বর
D) ৩০শে নভেম্বর

প্রশ্ন – ৩

কোন শহর তৃতীয় জাতীয় উপজাতি নৃত্য উৎসব আয়োজন করেছে?
A) রায়গড়
B) রায়পুর
C) বিলাসপুর
D) কোরবা
প্রশ্ন - ৪ 
সেন্ট্রাল ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ কখন পালিত হয়?
A) ৩০শে অক্টোবর থেকে ৬ই নভেম্বর ২০২২
B) ৩১শে অক্টোবর থেকে ৫ই নভেম্বর ২০২২ পর্যন্ত
C) ৩১শে অক্টোবর থেকে ৭ই নভেম্বর ২০২২
D) ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২২

প্রশ্ন – ৫

কোন রাজ্য তার জনপ্রিয় 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের জন্য মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে SKOCH পুরস্কার 2022 জিতেছে?
A) কর্ণাটক
B) পশ্চিমবঙ্গ
C) বিহার
D) হরিয়ানা

প্রশ্ন – ৬

ICAR-আখ প্রজনন ইনস্টিটিউটের পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
A) ডাঃ সি. পালানিস্বামী
B) ডঃ আর. বিশ্বনাথন
C) ডাঃ জি হেমাপ্রভা
D) এর কোনোটিই নয়

প্রশ্ন – ৭

CSIR এর পূর্ণরূপ কি?
A) বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কমিটি
B) বৈজ্ঞানিক ও ভারতীয় গবেষণা পরিষদ
C) বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
D) বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ

প্রশ্ন – ৮

ভারতীয় ভাষা দিবস কবে উদযাপনের ঘোষণা করা হয়?
A) ১১ ডিসেম্বর
B) ১১ নভেম্বর
C) ১১ অক্টোবর
D) ১১ জানুয়ারি
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।