১১ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১১ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ফ্রেঞ্চ ওপেন 2022 ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের শিরোপা কে জিতেছে?
A) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ
B) তাইপেইয়ের লু চিং ইয়াও এবং ইয়াং পো হান
C) তাকুরো হোকি এবং যুগো কোবায়শি
D) উপরের কোনটি নয়

প্রশ্ন – ২

জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস কখন পালিত হয়?
A) ৩০ অক্টোবর
B) ৩১ অক্টোবর
C) ২৮ অক্টোবর
D) ২৯ অক্টোবর

প্রশ্ন – ৩

কর্ণাটক দিবসের অপর নাম কি?
A) কন্নড় রাজ্যোৎসব
B) কর্ণাটক প্রতিষ্ঠা দিবস
C) A এবং B উভয়ই
D) উপরের কোনটি নয়
প্রশ্ন - ৪ 
কোন টাইগার রিজার্ভ ভারতের 53তম টাইগার রিজার্ভ হয়েছে?
A) রানীপুর টাইগার রিজার্ভ, উত্তরপ্রদেশ
B) রামগড় বিষধরী অভয়ারণ্য, রাজস্থান
C) শ্রীভিলিপুথুর – মেগামালাই, তামিলনাড়ু
D) কমলাং টাইগার রিজার্ভ, অরুণাচল প্রদেশ

প্রশ্ন – ৫

ডিজিটাল রুপির পাইলট লঞ্চে অংশগ্রহণের জন্য কয়টি ব্যাংককে চিহ্নিত করা হয়েছে?
A) 7 Banks
B) 6 Banks
C) 8 Banks
D) 9 Banks

প্রশ্ন – ৬

বিশ্ব ভেগান দিবস কবে পালন করা হয়?
A) ৩১ অক্টোবর
B) ০১ নভেম্বর
C) ০২ নভেম্বর
D) ৩০ অক্টোবর

প্রশ্ন – ৭

কোন সরকার সাইবার ইন্টেলিজেন্স ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে?
A) কেরালা
B) ওড়িশা
C) গুজরাট
D) মহারাষ্ট্র

প্রশ্ন – ৮

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে?
A) শ্রী লা গণেশন
B) জগদীপ ধনখার
C) শ্রী জে বি পট্টনায়েক
D) শ্রী জগন্নাথ পাহাড়িয়া
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।