১৬ই ফেব্রুয়ারী, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৬ই ফেব্রুয়ারী, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

খবরে দেখা গেল হাম্বানটোটা বন্দর কোন দেশে?
[A] Israel
[B] Ukraine
[C] Sri Lanka
[D] Afghanistan

প্রশ্ন – ২

প্রেসমাড কোন শিল্পে প্রাপ্ত একটি অবশিষ্ট উপজাত?
[A] Automobile
[B] Sugar
[C] Coal
[D] Steel

প্রশ্ন – ৩

কোন দেশ সম্প্রতি তার সামরিক ব্যয়কে আর্থিক ব্যয়ের 30% এ উন্নীত করেছে?
[A] Israel
[B] China
[C] Russia
[D] Germany

প্রশ্ন – ৪

চিকিৎসা ক্ষেত্রের রেফারেন্সে, মেথোট্রেক্সেট (MTX) কি?
[A] Anti cancer drug
[B] Covid vaccine
[C] Anti Inflaming Agent
[D] Vitamin C Supplement

প্রশ্ন – ৫

কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) কাউন্সিলে সর্বোচ্চ সংখ্যার সাথে পুনরায় নির্বাচিত হয়েছে?
[A] India
[B] Russia
[C] USA
[D] Japan

প্রশ্ন – ৬

কোন প্রতিষ্ঠান সমস্ত ই-ওয়েবিল এবং ই-ইনভয়েস সিস্টেমের জন্য দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ সক্ষম করেছে?
[A] RBI
[B] SEBI
[C] CBIC
[D] CBDT

প্রশ্ন – ৭

কোন ক্রিকেটারকে জম্মু ও কাশ্মীরের যুব ভোটার সচেতনতা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে?
[A] M S Dhoni
[B] Virat Kohli
[C] Suresh Raina
[D] Gautham Gambhir

প্রশ্ন – ৮

পঞ্চায়েতি রাজ মন্ত্রক দ্বারা চালু করা PDI-এর সম্প্রসারণ কী?
[A] Panchayat Development Index
[B] Panchayat Distribution Index
[C] Panchayat Direction Index
[D] People Development Index

প্রশ্ন – ৯

কোন বেসরকারী ব্যাঙ্ক একটি গ্লোবাল সার্ভিস অ্যাকাউন্ট (GSA) চালু করেছে?
[A] Axis Bank
[B] HDFC Bank
[C] Kotak Mahindra Bank
[D] ICICI Bank

প্রশ্ন – ১০

"QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি 2024" অনুসারে কোন বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সবচেয়ে টেকসই বিশ্ববিদ্যালয় বলা হয়েছে?
[A] University of Toronto
[B] IISc Bengaluru
[C] IIT Madras
[D] Delhi University

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।