৪ঠা নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৪ঠা নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন রেসিং ড্রাইভার মেক্সিকো গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতেছে?
[A] লুইস হ্যামিল্টন
[B] সার্জিও পেরেজ
[C] ম্যাক্স ভার্স্ট্যাপেন
[D] চার্লস লেক্লার্ক

প্রশ্ন – ২

ভারতের কোন রাজ্য বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের ‘রাজ্যোৎসব পুরস্কার’ প্রদান করে?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] অন্ধ্র প্রদেশ
[D] বিহার

প্রশ্ন – ৩

'চেনাব হোয়াইট ওয়াটার রাফটিং ফেস্টিভ্যাল' কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে আয়োজিত হয়েছিল?
[A] জম্মু ও কাশ্মীর
[B] তেলেঙ্গানা
[C] অরুণাচল প্রদেশ
[D] উত্তরাখণ্ড
প্রশ্ন - ৪ 
জোজিলা পাস, যা সম্প্রতি খবরে দেখা গেছে, কোন রাজ্য/UT-এ অবস্থিত?
[A] সিকিম
[B] লাদাখ
[C] অরুণাচল প্রদেশ
[D] পশ্চিমবঙ্গ

প্রশ্ন – ৫

উত্তর-পূর্ব ভারতের প্রথম 'মাৎস্য জাদুঘর' কোন রাজ্যে নির্মিত হবে?
[A] আসাম
[B] সিকিম
[C] অরুণাচল প্রদেশ
[D] মেঘালয়

প্রশ্ন – ৬

কে 'ভারতের ইস্পাত মানব' নামে পরিচিত?
[A] ও পি জিন্দাল
[B] জামশেদ জে ইরানি
[C] জামসেটজি টাটা
[D] লক্ষ্মী মিত্তল

প্রশ্ন – ৭

কর্ণাটক, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ সহ সাতটি রাজ্য কোন দিনে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করে?
[A] ১ নভেম্বর
[B] ৩ নভেম্বর
[C] ৫ নভেম্বর
[D] ৭ নভেম্বর

প্রশ্ন – ৮

কোন রাজ্য ‘মানগড় ধাম কি গৌরব গাথা’ অনুষ্ঠানের আয়োজন করেছিল?
[A] রাজস্থান
[B] উত্তর প্রদেশ
[C] গুজরাট
[D] মহারাষ্ট্র
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।