৩রা নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৩রা নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

রঞ্জনগাঁও, যেখানে গ্রীনফিল্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার (EMC) স্থাপন করা হবে, কোন রাজ্যে?
[A] তামিলনাড়ু
[B] মহারাষ্ট্র
[C] গুজরাট
[D] মধ্যপ্রদেশ

প্রশ্ন – ২

‘জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস’ কোন নেতার জন্মবার্ষিকী স্মরণে পালন করা হয়?
[A] মহাত্মা গান্ধী
[B] সর্দার বল্লভভাই প্যাটেল
[C] সুভাষ চন্দ্র বসু
[D] বি আর আম্বেদকর

প্রশ্ন – ৩

RBI তার প্রাথমিক পর্যায়ে কোন ধরনের কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা চালু করেছে?
[A] খুচরা
[B] পাইকারী বিক্রয়
[C] পণ্য
[D] ক্রিপ্টো-মুদ্রা
প্রশ্ন - ৪ 
কোন দেশ তার মহাকাশ স্টেশনের জন্য 'মেংটিয়ান' নামের ল্যাব মডিউল চালু করেছে?
[A] রাশিয়া
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] চীন
[D] ইসরাইল

প্রশ্ন – ৫

ভারতে কখন 'ভারতীয় ভাষা দিবস' পালন করা হয়?
[A] November 5
[B] November 20
[C] November 30
[D] December 11

প্রশ্ন – ৬

কোন কেন্দ্রীয় মন্ত্রক পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলিকে 'বিশেষ অপারেশন মেডেল' প্রদান করে?
[A] প্রতিরক্ষা মন্ত্রণালয়
[B] স্বরাষ্ট্র মন্ত্রণালয়
[C] পররাষ্ট্র মন্ত্রণালয়
[D] যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়

প্রশ্ন – ৭

জাতিসংঘ কোন দেশের সাথে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে?
[A] তুরস্ক এবং ইউক্রেন
[B] ভারত ও ইরান
[C] আফগানিস্তান ও ইরান
[D] আজারবাইজান এবং আর্মেনিয়া

প্রশ্ন – ৮

গ্রীষ্মমন্ডলীয় ঝড় নলগায় কোন দেশ আঘাত হেনেছে?
[A] ইন্দোনেশিয়া
[B] জাপান
[C] ফিলিপাইন
[D] অস্ট্রেলিয়া
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।