৩০ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৩০ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

প্রতি বছর 'বিশ্ব উন্নয়ন তথ্য দিবস' কবে পালিত হয়?
[A] October 24
[B] October 27
[C] October 31
[D] November 3

প্রশ্ন – ২

ভারতের প্রথম 'মাইগ্রেশন মনিটরিং সিস্টেম' কোন শহরে উদ্বোধন করা হয়েছে?
[A] নয়াদিল্লি
[B] মুম্বাই
[C] গান্ধী নগর
[D] গুয়াহাটি

প্রশ্ন – ৩

নতুন প্রজন্মের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কী, যেটি সম্প্রতি পরীক্ষা করা হয়েছে?
[A] আকাশ প্রাইম
[B] অগ্নি প্রাইম
[C] গগন প্রাইম
[D] নারান প্রাইম
প্রশ্ন - ৪ 
কোন প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ড 2021 এবং 2022’ জিতেছে?
[A] IISc Bengaluru
[B] IIT Madras
[C] IIT Bombay
[D] AIIMS New Delhi

প্রশ্ন – ৫

শিশুদের বিরুদ্ধে সাইবার-অপরাধ প্রতিরোধের জন্য কোন রাজ্য/ইউটি 'কুঞ্জপ' মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে?
[A] তামিলনাড়ু
[B] কেরালা
[C] কর্ণাটক
[D] তেলেঙ্গানা

প্রশ্ন – ৬

জাতিসংঘ প্রতি বছর কোন মাসে ‘নিরস্ত্রীকরণ সপ্তাহ’ পালন করে?
[A] ডিসেম্বর
[B] নভেম্বর
[C] অক্টোবর
[D] সেপ্টেম্বর

প্রশ্ন – ৭

কোন রাজ্য তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষণ 17% এবং 7% করার জন্য একটি অধ্যাদেশ পাস করেছে?
[A] ঝাড়খণ্ড
[B] মধ্যপ্রদেশ
[C] কর্ণাটক
[D] ওড়িশা

প্রশ্ন – ৮

কোন দেশ জেনেটিকালি পরিবর্তিত ভারতীয় সরিষা প্রজাতি 'ব্রাসিকা জুন্সা'-এর বাণিজ্যিক চাষের অনুমোদন দিয়েছে?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] সংযুক্ত আরব আমিরাত
[C] অস্ট্রেলিয়া
[D] বাংলাদেশ
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।