২৯ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৯ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

বিদেশ মন্ত্রক আয়োজিত ‘হেডস অফ মিশন কনফারেন্স’-এর আয়োজক কোন শহর?
[A] বেঙ্গালুরু
[B] গান্ধীনগর
[C] কেভাদিয়া
[D] হায়দ্রাবাদ

প্রশ্ন – ২

কোন সংস্থা দেশীয় প্রশিক্ষক বিমান HTT-40 তৈরি করেছে, যা সম্প্রতি উন্মোচন করা হয়েছে?
[A] ডিআরডিও
[B] HAL
[C] BEL
[D] ISRO

প্রশ্ন – ৩

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-III কোন রাজ্যে চালু করা হয়েছে?
[A] গুজরাট
[B] হিমাচল প্রদেশ
[C] সিকিম
[D] কেরালা
প্রশ্ন - ৪ 
2023 ফিফা মহিলা বিশ্বকাপের জন্য উন্মোচিত মাসকটের নাম কী?
[A] নিনা
[B] পোকয়ো
[C] তাজুনি
[D] আপ্পু

প্রশ্ন – ৫

লিজ ট্রাস সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন?
[A] অস্ট্রেলিয়া
[B] যুক্তরাজ্য
[C] ফ্রান্স
[D] ইতালি

প্রশ্ন – ৬

এশিয়ার বৃহত্তম কমপ্রেসড বায়ো গ্যাস (CBG) প্ল্যান্ট সম্প্রতি কোন রাজ্য/UT-এ উদ্বোধন করা হয়েছে?
[A] রাজস্থান
[B] পাঞ্জাব
[C] বিহার
[D] ছত্তিশগড়

প্রশ্ন – ৭

'প্রধানমন্ত্রী আবাস যোজনা- আরবান (PMAY-U) পুরস্কার 2021-এ কোন রাজ্য প্রথম স্থান পেয়েছে?
[A] তামিলনাড়ু
[B] মহারাষ্ট্র
[C] উত্তর প্রদেশ
[D] মধ্যপ্রদেশ

প্রশ্ন – ৮

সেন্টি-মিলিওনিয়ার বৃদ্ধি নিয়ে বিশ্বব্যাপী গবেষণায় ভারতের স্থান কত?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] পঞ্চম
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।