২৪ই মার্চ, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৪ই মার্চ, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন শব্দটি কঠিন পদার্থে নতুন ধরনের রাসায়নিক বন্ধনকে নির্দেশ করে?
[A] Metavalent Bonding
[B] Quadravalent Bonding
[C] Pentavalent Bonding
[D] Ultravalent Bonding

প্রশ্ন – ২

লিগ্যাল এন্টিটি আইডেন্টিফায়ারে (LEI) কয়টি সংখ্যা আছে?
[A] 10
[B] 14
[C] 18
[D] 20

প্রশ্ন – ৩

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যে ‘আসক্তি মুক্ত’ অভিযান শুরু করেছিলেন?
[A] Gujarat
[B] Odisha
[C] West Bengal
[D] Bihar

প্রশ্ন – ৪

সম্প্রতি খবরে দেখা ‘স্ট্যাটকম’ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
[A] Crypto currency
[B] Renewable Energy
[C] Sports
[D] Automobile

প্রশ্ন – ৫

ব্যাটলফিল্ড সার্ভিলেন্স সিস্টেম কোন সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত?
[A] Indian Air Force
[B] Indian Army
[C] Indian Navy
[D] Indian Coast Guard

প্রশ্ন – ৬

ভারত-শ্রীলঙ্কা ফ্রেন্ডশিপ অডিটোরিয়াম কোথায় স্থাপিত হচ্ছে?
[A] Mumbai
[B] Chennai
[C] Rameshwaram
[D] Trincomalee

প্রশ্ন – ৭

'ক্রেমলিন' কোন দেশের সরকারকে বোঝাতে ব্যবহৃত হয়?
[A] Ukraine
[B] Russia
[C] Israel
[D] Iran

প্রশ্ন – ৮

উদ্ভাবন ইনকিউবেশন রিসার্চ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার (C-i2 RE) কোন রাজ্য/UT-এ উদ্বোধন করা হয়েছে?
[A] Tamil Nadu
[B] Telangana
[C] Gujarat
[D] Kerala

প্রশ্ন – ৯

‘সায়েন্স মিডিয়া কমিউনিকেশন সেল (SMCC)’ কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যুক্ত?
[A] Ministry of Communication
[B] Ministry of Science and Technology
[C] Ministry of Information and Broadcasting
[D] Ministry of External Affairs

প্রশ্ন – ১০

‘তুঙ্গনাথ মন্দির’ যা খবরে দেখা গেছে, কোন রাজ্য/UT-এ অবস্থিত?
[A] Uttarakhand
[B] Odisha
[C] West Bengal
[D] Assam

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।