২৯ই মার্চ, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৯ই মার্চ, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

'নিকোবাড়ি হাট' কোন রাজ্য/ইউটি-তে প্রচলিত আছে?
[A] Tamil Nadu
[B] Kerala
[C] Andaman and Nicobar Islands
[D] Odisha

প্রশ্ন – ২

কোন দেশ ‘জাইলাজিন’ নামক ওষুধকে উদীয়মান হুমকি হিসেবে ঘোষণা করেছে?
[A] India
[B] USA
[C] China
[D] Sri Lanka

প্রশ্ন – ৩

‘উর্জা গঙ্গা পাইপলাইন’ কোন দেশের একটি উচ্চাভিলাষী উদ্যোগ?
[A] Sri Lanka
[B] India
[C] Nepal
[D] Bangladesh

প্রশ্ন – ৪

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, যিনি সম্প্রতি মারা গেছেন, কোন দেশের জনস্বাস্থ্যের অগ্রদূত ছিলেন?
[A] India
[B] Nepal
[C] Bangladesh
[D] Sri Lanka

প্রশ্ন – ৫

'উৎসব অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (FINE) 2023' কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা আয়োজিত হয়েছিল?
[A] Ministry of MSME
[B] Ministry of Commerce and Industry
[C] Ministry of Science and Technology
[D] Ministry of Housing and Urban Affairs

প্রশ্ন – ৬

বোহাগ বিহু কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়?
[A] Assam
[B] West Bengal
[C] Rajasthan
[D] Gujarat

প্রশ্ন – ৭

'বিশ্ব চাগাস রোগ দিবস' কোন মাসে সারা বিশ্বে পালিত হয়?
[A] January
[B] February
[C] March
[D] April

প্রশ্ন – ৮

সম্প্রতি মারা যাওয়া ভার্জিনিয়া নরউড কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?
[A] Politics
[B] Aerospace
[C] Business
[D] Sports

প্রশ্ন – ৯

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘সাংবাদিকদের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য এসওপি’-এর খসড়া তৈরি করতে চলেছে?
[A] Ministry of Information and Broadcasting
[B] Ministry of Home Affairs
[C] Ministry of Electronics and IT
[D] Ministry of Communication

প্রশ্ন – ১০

'চেরাওবা' কোন রাজ্যে পালিত হয়?
[A] Tripura
[B] Andhra Pradesh
[C] Maharashtra
[D] Manipur

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।