৩১ই মার্চ, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৩১ই মার্চ, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

হুরুনের গ্লোবাল ইউনিকর্ন সূচক অনুসারে, ভারতের স্থান কত?
[A] First
[B] Third
[C] Fifth
[D] Seventh

প্রশ্ন – ২

'বিশ্ব পৃথিবী দিবস 2023' এর থিম কী?
[A] Our Planet; Our Pride
[B] Invest in Our planet
[C] Earnest Earth
[D] Earth and Environment

প্রশ্ন – ৩

কোন প্রতিষ্ঠান ‘এ ব্রেকথ্রু ফর পিপল অ্যান্ড প্ল্যানেট’ প্রতিবেদন প্রকাশ করেছে?
[A] UN
[B] WEF
[C] IMF
[D] ABD

প্রশ্ন – ৪

বীরত্ব পদক পাওয়া প্রথম মহিলা IAF অফিসার কে?
[A] Avani Chaturvedi
[B] Bhawana Kant
[C] Deepika Misra
[D] Mohana Singh

প্রশ্ন – ৫

কোন দেশ গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে এবং ক্রীতদাস শ্রম দিয়ে তৈরি পণ্য শনাক্ত করার জন্য কীভাবে এআই ব্যবহার করতে হবে সে সম্পর্কে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে?
[A] India
[B] USA
[C] Germany
[D] France

প্রশ্ন – ৬

ভারতের প্রথম ওয়াটার মেট্রো সম্প্রতি কোন রাজ্য/UT এ উদ্বোধন করা হয়েছে?
[A] Maharashtra
[B] West Bengal
[C] Kerala
[D] Goa

প্রশ্ন – ৭

সম্প্রতি কোন দেশ ‘গাইডেড বোমা’ ব্যবহার করছে?
[A] Russia
[B] USA
[C] Iran
[D] Israel

প্রশ্ন – ৮

'ইংরেজি ভাষা দিবস' কবে পালিত হয়?
[A] April 21
[B] April 23
[C] April 25
[D] April 27

প্রশ্ন – ৯

আভাংখু কোন দেশের সীমান্তে ভারতের প্রথম গ্রাম?
[A] China
[B] Myanmar
[C] Pakistan
[D] Laos

প্রশ্ন – ১০

'MV MA Lisha' ভারতের তৈরি ফেরি যা সম্প্রতি কোন দেশে চালু হয়েছে?
[A] South Africa
[B] Guyana
[C] Egypt
[D] Sudan

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।